কালকিনিতে ব্লাড ডোনেশন সোসাইটির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রকিবুজ্জামান,মাদারীপুর প্রতিনিধিঃ
“রক্ত দিয়ে এনেছি স্বাধীনতা,রক্ত দিয়ে বাঁচাবো মানবতা”এই শ্লোগানকে সামনে রেখে মাদারীপুরের কালকিনিতে সেচ্ছাসেবী সংগঠন কালকিনি ব্লাড ডোনেশন সোসাইটির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১৫ মে) সকালে কালকিনি উপজেলা চত্বর থেকে একটি আনন্দ র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হল রুমে এসে শেষ হয়।
পরে সেখানে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ।
আলোচনা সভা শেষে সকল সেচ্ছাসেবী ও আমন্ত্রিত অতিথি, বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন ও প্রতিষ্ঠান কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
কালকিনি ব্লাড ডোনেশন সোসাইটির সভাপতি ইয়াহইয়া জামান তন্ময় এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নূর এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা মোঃ মোজাহিদুল ইসলাম,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামান, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার খোকন জমাদার সহ সেচ্ছাসেবী সংগঠনটির সাবেক ও বর্তমান উপদেষ্টা এবং সকল সদস্যবৃন্দ।
আলোচনা সভায় জণগনের কল্যানে সবসময় পাশে থাকার আশা প্রকাশ করেন সংগঠনটির সদস্যরা।