০৩:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সিন্দুকছড়িতে মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
  • আপডেট: ০৬:০২:০৩ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • / ৫৯

নিজস্ব প্রতিবেদকঃ

আজ রবিবার (২৪ আগস্ট ২০২৫) সকাল ১১টা ৪০ মিনিট থেকে দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত সিন্দুকছড়ি জোন সদরের মাল্টিপারপাস শেডে মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোন কমান্ডার লে. কর্নেল ইসমাইল সামস আজিজি, পিএসসি, জি।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য এডভোকেট মঞ্জিলা। আরও উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ তহিদুল ইসলাম রুবেল, গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মোঃ সাইফুল ইসলাম সোহাগ, গুইমারা উপজেলা ইসলামিক আন্দোলনের সভাপতি জনাব মাগফার, গিরিমৈত্রী ডিগ্রী কলেজ মানিকছড়ির প্রিন্সিপাল মোঃ সাহা আলম, মানিকছড়ি প্রেসক্লাবের সাংবাদিক মোঃ মুক্তাদির হোসেন, মানিকছড়ি থানার এসআই মোঃ আজিম, গুইমারা থানার এসআই উত্তম কুমার, গচ্ছাবিল আনসার ব্যাটালিয়নের অধিনায়ক মোঃ কামরুল হাসান, বন বিভাগের প্রতিনিধিসহ স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান-কারবারি, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বাজার কমিটি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা পাহাড়ে পাহাড়ি-বাঙালি শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সম্প্রতি এলাকায় অপহরণের প্রবণতা বেড়ে যাওয়ায় এ ব্যাপারে সবাইকে সজাগ থেকে সেনাবাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

সভায় আরও বলা হয়, সেনাবাহিনী কোনো রাজনৈতিক দলের নয়—যে অপরাধ করবে তাকে আইনের আওতায় আনা হবে। এছাড়া কোনো এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড না ঘটে, সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

 

এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাবাহিনীকে জড়িয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে উল্লেখ করা হয়। এ ব্যাপারে সবাইকে সচেতন থেকে গুজবের বিরুদ্ধে সোচ্চার হওয়ার পরামর্শ দেন বক্তারা।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

সিন্দুকছড়িতে মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট: ০৬:০২:০৩ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ

আজ রবিবার (২৪ আগস্ট ২০২৫) সকাল ১১টা ৪০ মিনিট থেকে দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত সিন্দুকছড়ি জোন সদরের মাল্টিপারপাস শেডে মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোন কমান্ডার লে. কর্নেল ইসমাইল সামস আজিজি, পিএসসি, জি।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য এডভোকেট মঞ্জিলা। আরও উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ তহিদুল ইসলাম রুবেল, গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মোঃ সাইফুল ইসলাম সোহাগ, গুইমারা উপজেলা ইসলামিক আন্দোলনের সভাপতি জনাব মাগফার, গিরিমৈত্রী ডিগ্রী কলেজ মানিকছড়ির প্রিন্সিপাল মোঃ সাহা আলম, মানিকছড়ি প্রেসক্লাবের সাংবাদিক মোঃ মুক্তাদির হোসেন, মানিকছড়ি থানার এসআই মোঃ আজিম, গুইমারা থানার এসআই উত্তম কুমার, গচ্ছাবিল আনসার ব্যাটালিয়নের অধিনায়ক মোঃ কামরুল হাসান, বন বিভাগের প্রতিনিধিসহ স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান-কারবারি, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বাজার কমিটি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা পাহাড়ে পাহাড়ি-বাঙালি শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সম্প্রতি এলাকায় অপহরণের প্রবণতা বেড়ে যাওয়ায় এ ব্যাপারে সবাইকে সজাগ থেকে সেনাবাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

সভায় আরও বলা হয়, সেনাবাহিনী কোনো রাজনৈতিক দলের নয়—যে অপরাধ করবে তাকে আইনের আওতায় আনা হবে। এছাড়া কোনো এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড না ঘটে, সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

 

এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাবাহিনীকে জড়িয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে উল্লেখ করা হয়। এ ব্যাপারে সবাইকে সচেতন থেকে গুজবের বিরুদ্ধে সোচ্চার হওয়ার পরামর্শ দেন বক্তারা।