০২:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
শিরোনাম:
অবৈধ ট্রলিং বোট ও বেহন্দী জালসহ ১২ জেলে আটক,,,,দৈনিক বর্তমান কথা
ডেস্ক রিপোর্ট
- আপডেট: ১০:০৬:০৮ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
- / ১৮
মহিপুরে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযান
পটুয়াখালীর মহিপুরে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ২টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট ও প্রায় ৫০ লক্ষ টাকা মূল্যের ১০ পিস বেহন্দী জাল জব্দ করা হয়েছে। এ সময় ১২ জন জেলেকে আটক করা হয়।
রবিবার (১৪ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ১২টার দিকে কোস্ট গার্ড স্টেশন নিজামপুর ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে মহিপুর থানাধীন লতাচাপলী কুয়াকাটা সংলগ্ন সাগর মোহনায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযান শেষে জব্দকৃত বোট থেকে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করা হয়। পরবর্তীতে আটককৃত জেলে, ট্রলিং বোট ও জাল মহিপুর থানায় হস্তান্তর করা হয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য।
কোস্ট গার্ড জানিয়েছে, মৎস্য সম্পদ রক্ষায় তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।