গাজীপুরে যুবলীগ নেতার নেতৃত্বে নারীদের উপর হামলা ও লুটপাটের অভিযোগ
- আপডেট: ০৬:০২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
- / ৬৪
নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নে যুবলীগ নেতার নেতৃত্বে নারীদের উপর অতর্কিত হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে ঘটে যাওয়া এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬ জন নারী, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনাটি ঘটে গত শুক্রবার সকালে,স্থানীয়দের অভিযোগ, টোক ইউনিয়নের যুবলীগ সভাপতি ও ইউপি সদস্য মোঃ শফিকুল ইসলাম কবিরের নেতৃত্বে তার অনুসারীরা উলুসারা গ্রামের ফজলুল হকের বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। অভিযোগ রয়েছে—এই হামলার পেছনে জমি সংক্রান্ত ও পুরনো রাজনৈতিক শত্রুতা রয়েছে।
আহতদের মধ্যে রয়েছেন মনোয়ারা খাতুন, ফাহিমা আক্তারসহ আরও চারজন নারী। ফাহিমার মাথায় কুড়াল দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শী মনোয়ারা খাতুন।
ঘটনার পর গ্রামে উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী জানিয়েছেন, তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন।
এই ঘটনায় একজন কে গ্রেপ্তার করলেও,অন্য আসামীরা এলাকায় চলাফেরা করছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা , এই বিষয়ে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ জয়নাল আবেদীন মন্ডল এর কাছে জানতে চাইলে তিনি বলেন (ভিডিও) আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনাটি নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।