• মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৯ পূর্বাহ্ন

রোমান্টিক অবতারে শাহরুখ, সঙ্গী নয়নতারা

অনলাইন ভার্সন
অনলাইন ভার্সন
আপডেটঃ : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

তাকে বলা হয় ‘কিং অব রোমান্স’। পর্দায় তার রোমান্সে মজেন আট থেকে আশি। ‘পাঠান’ দিয়ে অ্যাকশন অবতারে ধরা দিলেও, সোমবার (১৪ আগস্ট) ধরা দিলেন সেই চিরচেনা রোমান্টিক মেজাজে। হ্যাঁ, বলা হচ্ছে বলিউড বাদশা শাহরুখ খানের কথা।

‘জালিমা’, ‘গেরুয়া’, ‘ঝুমে জো পাঠান’-এর পর আবারও শাহরুখ-অরিজিৎ যুগলবন্দি। নেশায় বুঁদ হয়ে যাওয়ার জন্য এই দুজনের নামই কি যথেষ্ট নয়? ‘জওয়ান’ সিনেমার দ্বিতীয় গান ‘চালেয়া’তে কিং খানের সঙ্গে প্রথমবার পর্দায় ধরা দিলেন দক্ষিণী লেডি সুপারস্টার নয়নতারা। দুজনের রসায়ন একদম জমে ক্ষীর।

হিন্দি ভাষায় ‘চালেয়া’ শিরোনামে এলেও গানটি তামিল ও তেলেগু ভাষায় এসেছে যথাক্রমে ‘হায়োদা’ ও ‘চালোনা’ নামে। গানটির সংগীতায়োজন করেছেন অনিরুদ্ধ রবিচন্দর। কোরিওগ্রাফি করেছেন ফারাহ খান। হিন্দিতে অরিজিতের সঙ্গে গানে কণ্ঠ দেন শিল্পা রাও।

প্রসঙ্গত, তামিল পরিচালক অ্যাটলি কুমারের পরিচালনায় ‘জওয়ান’ মুক্তি পাবে আগামী ৭ সেপ্টেম্বর। ছবিটিতে শাহরুখ-নয়নতারা ছাড়াও অভিনয় করেছেন বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার, যোগী বাবু প্রমুখ। ক্যামিও রোলে ধরা দেবেন দীপিকা পাড়ুকোন। ছবিটি হিন্দি, তামিল, তেলেগু ভাষায় মুক্তি পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ