ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫

সুবর্ণচরে ভূমিহীনদের মাঝে খাস জমি বন্ধোবস্তের দাবিতে সম্মেলন


বর্তমান কথা ডেস্ক
১১:০১ - রবিবার, নভেম্বর ২৪, ২০২৪
সুবর্ণচরে ভূমিহীনদের মাঝে খাস জমি বন্ধোবস্তের দাবিতে সম্মেলন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় অনুপস্থিত ব্যক্তিদের বন্ধোবস্ত বাতিল করে খাস জমি ভূমিহীনদের মাঝে বন্ধোবস্তের দাবি ওঠেছে ভূমিহীন সম্মেলনে।

শনিবার বিকালে উপজেলার দক্ষিন চরবাগ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিজেরা করি সংগঠনের সার্বিক সহযোগিতায় চরজুবিলী ইউনিয়ন ভূমিহীন সমিতি আয়োজিত ভূমিহীন সম্মেলনে এই দাবি তোলা হয়।

সম্মেলনে সুবর্ণচর উপজেলার ভুমিহীন সমিতির সভাপতি  ভুমিহীন নেতা মোঃ মোস্তফা কারীর সভাপতিত্বে ও স্থানীয় সমাজসেবক আবুল কালাম মাষ্টারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নিজেরা করি চট্রগ্রাম বিভাগীয় অঞ্চল সমন্বয়ক পরিতোষ দেবনাথ,  নিজেরা করি কর্মসূচি সংগঠক আফরোজা বেগম, ভুমিহীন নেতা দেলোয়ার হোসেন, জসিম উদ্দিন, কিশোরী  মরিয়ম, কিশোর  তন্ময় প্রমূখ।

সম্মেলনে ভূমিহীনদের প্রত্যক্ষ সমর্থনে মোস্তফা কারীকে সভাপতি এবং মাষ্টার আবুল কালামকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়।

এসময় বক্তারা বলেন, এখানে বাহির এলাকার প্রভাবশালী ব্যক্তিরা বিভিন্ন সময় রাজনৈতিক চত্রছায়ায় চরের সরকারি খাস জমি নিজেদের নামে বন্দোবস্ত নিয়ে অবৈধ দখলে রয়েছেন। অথচ চরের শত শত ভূমিহীন পরিবার জায়গার অভাবে বসবাস করতে পারছেন না। অন্যদিকে কেউ কেউ সরকারি জায়গা দখল নিয়ে বসবাস ও চাষাবাদ করে জীবন-জীবিকা নির্বাহ করে আসলেও একশ্রেণীর প্রভাবশালী তাদের জায়গা নিজেদের নামে বন্দোবস্ত খতিয়ান করে ফেলায় চরম উচ্ছেদ আতঙ্কের মধ্যে থাকতে হয় ওইসব ভূমিহীনদের। চরের ভূমিহীনদের নিরাপদ আবাসস্থল নিশ্চিতে অনুপস্থিত ব্যক্তিদের বন্ধোবস্ত বাতিল করে খাস জমি ভূমিহীনদের মাঝে বন্ধোবস্তের দাবি করেন বক্তারা।

এদিকে, সম্মেলনে নিজেরা করি কর্মসূচি সংগঠক আফরোজা বেগম বলেন, আমাদের সমাজে এখনো নারীরা নানামূখী নির্যাতনের শিকার হচ্ছেন। নারী নির্যাতন বন্ধে সকলকে এগিয়ে আসতে হবে। সেই ক্ষেত্রে নিজেরা করি সবসময় নির্যাতিত নারীদের পাশে থাকবে। অন্যদিকে নদী ভাঙ্গন রোধসহ ভূমিহীনদের স্থায়ী বসতি, স্বাস্থ্য, শিক্ষা ও সাংস্কৃতিকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন এই নারী সংগঠক।