ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫

নোয়াখালীতে বন্যার্তদের চিকিৎসায় ফ্রী মেডিক্যাল ক্যাম্প


বর্তমান কথা ডেস্ক
১০:৪৪ - রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪
নোয়াখালীতে বন্যার্তদের চিকিৎসায় ফ্রী মেডিক্যাল ক্যাম্প

নোয়াখালীর চাটখিলে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় বিভিন্ন রোগে আক্রান্ত মানুষদের চিকিৎসাসেবা দিতে ৩দিন ব্যাপি ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

চাটখিলের উত্তরাঞ্চলের স্বনামধন্য স্বেচ্ছাসেবী সংগঠন সপ্তগাঁও ব্লাড ডোনেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে দিনব্যপি স্থানীয় মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

গত শুক্রবার সকাল থেকে শুরু হওয়া মেডিকেল ক্যাম্প শেষ হয় আজ রোববার বিকালে। এতে রোগীদের চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়। এই সময় চিকিৎসাসেবা নিতে আসা নারী, বৃদ্ধ, শিশুসহ প্রচুর সেবাগ্রহীতার ভীড় দেখা যায়।

চিকিৎসা নিতে আসা কিশোরী সানজিদা বলেন, ‘আমি  কয়েকদিন ধরে অসুস্থতায় ভুগছি। মায়ের সাথে এখানে ডাক্তার দেখাতে এসেছি।’

স্থানীয় রহমত আলী বলেন, ‘বয়সের কারণে শরীরে ব্যথা হচ্ছে। শুনেছি এখানে ফ্রি স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। তাই এখানে ডাক্তার দেখালাম, সাথে ওষুধ দিয়েছে।’

চিকিৎসা নিতে আসা আসিফা খাতুন বলেন, ‘আমার হাতের আঙ্গুলে চর্ম রোগ দেখা দিয়েছে। এখানে মেডিক্যাল ক্যাম্প হচ্ছে শুনে ডাক্তার দেখাতে এসেছি। এখান থেকে চিকিৎসা নিয়েছি, সাথে ওষুধ দিয়েছে।

সংগঠনটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সৈকত এবং সহসাধারণ সম্পাদক তুহিন জানান, সপ্তগাঁও ব্লাড ডোনেট অ্যাসোসিয়েশন এর আগ থেনে চলমান বন্যা দুর্গতদের মাঝে ত্রান বিতরণসহ  নানা ধরনের সেবামূলক কাজ করে আসছে। এইসব সেবামূলক কার্যক্রম চলমান থাকবে বলেও তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সপ্তগাঁও ব্লাড ডোনেট অ্যাসোসিয়েশনের সভাপতি আল রাজ বলেন, ‘গরীব ও স্বল্প আয়ের মানুষেরা আর্থিক সমস্যার কারণে ডাক্তার দেখাতে পারেন না। এদিকে বন্যার কারণে শহরে গিয়ে ডাক্তার দেখানোর সুযোগ নেই। তাই এসব অসহায় ও গরীব মানুষকে স্বাস্থ্যসেবা দিতে এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। গত ৩ দিনে সহস্রাধিক মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়ার পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হচ্ছে।