• বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বগুড়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন শাহজাদী আলম লিপি কচ্ছপিয়া-গর্জনিয়ায় আধুনিক শিক্ষার বাতি জ্বালাচ্ছে কচ্ছপিয়া কে জি স্কুল শুভ জন্মদিন— মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর শ্রদ্ধা জাতির পিতার সমাধিতে “কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি” মতিঝিল ফুটপাতে অবৈধ বিদ্যুৎ সংযোগ নীরব ভূমিকায় ডিপিডিসি মতিঝিল জোন (পর্ব ২) খাগড়াছড়িতে বিদেশি সিগারেটসহ বহণকৃত গাড়ি জব্দ আটক-১ “কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি” মতিঝিল ডিপিডিসি জোন এর মিটার রিডার বাবুল এর অনিয়ম দুর্নীতির নেপথ্যে কারা? (পর্ব-৩) বাউফলে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কেউ পাস করতে পারেনি ৪২ শিক্ষাপ্রতিষ্ঠানে পুকুরের পানিতে ডুবে টাঙ্গাইলে দুই শিশুর মৃত্যু

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নির্যাতনের ‘অভিযোগ প্রমাণিত’

অনলাইন ভার্সন
অনলাইন ভার্সন
আপডেটঃ : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩

ডেস্ক:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নির্যাতনের ঘটনায় বিশ্ববিদ্যালয় নিয়ম-কানুন দেখে আগামীকাল বুধবার আদেশ দেবেন হাইকোর্ট। ইবির ঘটনায় দুটি তদন্ত প্রতিবেদন হাইকোর্টে আজ মঙ্গলবার দাখিল করা হয়। প্রতিবেদন দুটি দেখে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য দিন ঠিক করে দেন। আদালতে আবেদনের পক্ষে আইনজীবী ছিলেন গাজী মো. মোহসিন, আসাদ উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। পরে আইনজীবী মোহসিন সাংবাদিকদের বলেন, ‘আদালতের নির্দেশে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেই দুটি তদন্ত প্রতিবেদন আদালতে এসেছে। প্রতিবেদনে লিখিত স্টেটমেন্ট, অডিও ক্লিপও জমা দিয়েছেন। অভিযুক্ত অন্তরা, তাবাসসুম, লিমা, মীম, ঊর্মি ও মুয়াবিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে।জুডিশিয়ারি তদন্তে বিশ্ববিদ্যালয়ের সেই হলের প্রভোস্ট, হাউস টিউটরদের দায়িত্বে চরম অবহেলার বিষয়টি উঠে এসেছে। তারা তাদের দায়িত্ব পালনে চরম ব্যর্থ হয়েছেন। হলের প্রভোস্টের সামনে এই ঘটনা ঘটার পরও তিনি নিশ্চুপ ছিলেন। বরং তিনি অভিযুক্তদেরকেই সহযোগিতা করেছেন। তিনি ভুক্তভোগীকে কোনো সহযোগিতা করেননি। জুডিশিয়ারি রিপোর্টে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের উদাসীনতার বিষয়টি উঠে এসেছে। তিনি অভিযোগ পাওয়ার পরও কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। আদালত তদন্ত রিপোর্ট দেখে আগামীকাল আদেশ দেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ