নিজস্ব প্রতিবেদক:
গত ২৯-১২-২০২৪ তারিখে কচিকাঁচা মিলনায়তনে কলের গান নান্দনিক এ্যাওয়ার্ড-২০২৪ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাতৃছায়া থিয়েটার এর সন্মানিত প্রধান পৃষ্ঠ পোষক, সুপার হিরো ডি এ তায়েব। উদ্বোধন করেন মানবতার দেয়াল ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি ও মাতৃছায়া থিয়েটার এর অন্যতম উপদেষ্টা মো: আবুল বাশার। সভাপতিত্ব করেন ,বাংলাদেশ ইভেন্টস এর ব্যবস্থাপনা পরিচালক ও মাতৃছায়া থিয়েটার এর প্রধান উপদেষ্টা রফিকুর রহমান খোকন। অনুষ্ঠানে জনপ্রিয় কন্ঠ শিল্পী ও প্রতিভাবান সাংস্কৃতিক ব্যক্তিবর্গকে কলেরগান নান্দনিক এ্যাওয়ার্ড ২০২৪ প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বরেন্য কন্ঠ শিল্পী প্রিন্স আলমগীর ও সময়ের জনপ্রিয় ফোক ও প্লে-ব্যাক সিংগার এবং মাতৃছায়া থিয়েটার এর সভাপতি তামান্না হক। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মানবতা দেয়াল ফাউন্ডেশন এর সম্মানিত উপদেষ্টা মোঃ শফিকুল ইসলাম স্বপন, মিডিয়া ব্যক্তিত্ব মোহাম্মদ সোয়েব মজুমদার ও সহ-সভাপতি রাহি সমাজ কল্যাণ সম্পাদক অধোরা ইসলাম লাকি।