অদ্য ০৬/১২/২০২৪ ইং তারিখ রোজ শুক্রবার বিকাল ৪ টায় ঢাকাস্থ ঈশ্বরদী কল্যান সমিতির উদ্যোগে এক আলোচনা সভা ও পিঠা উৎসবের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে ঢাকাস্থ ঈশ্বরদী কল্যান সমিতির প্রায় ২০০ জন সদস্য ঢাকার বিভিন্ন জায়গা থেকে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপস্থিত হন।
উক্ত অনুষ্ঠান আয়োজন করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার প্রশাসন ও সংস্থাপন জনাব মো: মনোয়ারুল ইসলাম এনাম , ঈশ্বরদী কল্যাণ সমিতির সদস্যবৃন্দ প্রথমে তাদের পরিচয় প্রদান করেন এবং ঈশ্বরদীর উন্নয়নমুলক কার্যক্রমের কথা তুলে ধরেন।
ঈশ্বরদী কল্যান সমিতির কমিটি করার লক্ষে জনাব মো: মনোয়ারুল ইসলাম এনাম কে উক্ত সমিতির আহবায়ক নির্বাচিত করে ১৭ সদস্য বিশিষ্ট একটা কমিটি করা হয়।
এবং পরবর্তী কার্যক্রমের একটা রূপরেখা তৈরি সহ সকল কার্যক্রমের বিষয়ে সবাই অবিহত করা হবে বলে উক্ত সভার সমাপ্তি করে জনাব মো: মনোয়ারুল ইসলাম এনাম আহবায়ক ঈশ্বরদী কল্যাণ সমিতি।