• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:৫৩ পূর্বাহ্ন

হলুদ সাংবাদিকদের হয়রানির শিকার নানান শ্রেনীপেশার মানুষ

অনলাইন ভার্সন
অনলাইন ভার্সন
আপডেটঃ : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪


নিজস্ব প্রতিবেদক:
হলুদ সাংবাদিকদের দৌরাত্ব্য মানিকনগর, মুগদা, মান্ডা, বাসাবো সহ আশেপাশের এলাকা
জুড়ে হেন কোন কাজ নেই যা এই অপ-সাংবাদিকরা করেন,তাদের প্রথম টার্গেট হলো
এলাকার বিভিন্ন ব্যবসায়ী, স্বনামধন্য হাউজিং কোম্পানী গুলোর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট
রিপোর্ট করে মোটা অংকের অর্থ দাবী করে এবং তাদের হয়রানি করা হয়। তাদের থেকে
রাজউক কর্মকর্তা, ওয়াসা কর্মকর্তা, বিদ্যুৎ কর্মকর্তা কেউ বাদ পড়েন না। এদের মূল
উদ্দেশ্য হলো বিভিন্নঅপপ্রচার করা। তারা মূলত বিভিন্ন ভাবে সাংবাদিক নাম পরিচয় দিয়ে
চাঁদাবাজি করাকে পেশা হিসেবে নিয়েছে। মাদক ব্যবসা সহযোগী, নারী গঠিত অনৈতিক
ব্যবসার সাথেও এরা জড়িত, মানিকনগরের এলাকায় কিছু দিন আগে, অটো রিকশা ভ্যান
চালক এখন সাংবাদিকে কার্ডধারী হয়ে বিভিন্ন সহযোগী নিয়ে এসমস্তঅপরাধ মূলক কাজে
লিপ্ত রয়েছে। এ সমস্ত লোকের জন্য সত্যিকারের সাংবাদিকদের সম্মানহানি হচ্ছে।
রকি, জাহিদ, রাফসান নিশাত এরকম অনেকেই আজকে অপ-সাংবাদিকরা জড়িত, তারা
আসলে একটা চক্র। কিছুদিন আগেও জাহিদ ভ্যান চালক হিসেবে পন্য ডেলিভারী করেছে
বর্তমানে জাহিদ এবং তার স্ত্রী জেসমিন এর সহযোগীতায় স্বামী- স্ত্রী মিলে অসামাজিক কর্মকান্ড
করে আসছে, যার মধ্যে নারী গঠিত অসামাজিক কাজ উল্লেখ্য, খোঁজ নিয়ে জানা যায় গাজা
ব্যবসায়ী নিজু এর সাথে সাংবাদিক পরিচয়ধারী জাহিদ সংযুক্ত।
এছাড়া ফুটপাতে ব্যবসায়ীদের থেকেও নিয়মিত চাঁদা আদায় করে, যার তথ্য প্রমাণ হাতে
সংগৃহীত আছ, এদের হয়রানীর হাত থেকে সাধারণ এবং সমাজের সম্মানিত মানুষদের রক্ষা
করার জন্য প্রশাসনের দৃষ্টি আর্কষণ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ