• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১১:০৩ অপরাহ্ন

অবশেষে ঘুরল পুঁজিবাজারের চাকা

অনলাইন ভার্সন
অনলাইন ভার্সন
আপডেটঃ : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

টানা দরপতনের পর অবশেষে ঘুরে দাঁড়াল দেশের পুঁজিবাজার। টানা ৯ কার্যদিবস পতনের পর গতকাল বুধবার বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবকটি সূচক। পাশাপাশি সূচকের উত্থান হয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। গতকাল বুধবার পুঁজিবাজারে চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়। ডিএসইতে গতকাল বুধবার বেড়েছে সবকটি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৫৮ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮৭২ দশমিক ৫৮ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ১২ দশমিক ১৭ পয়েন্ট ও ডিএসইএস সূচক ৯ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে যথাক্রমে ২ হাজার ৩২ দশমিক ২৮ পয়েন্ট ও ১ হাজার ২৭৭ দশমিক ৫৭ পয়েন্টে।

অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতেও এদিন বেড়েছে সব সূচকের মান। গতকাল বুধবার সার্বিক সূচক সিএএসপিআই ১০৬ দশমিক ৪৯ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ৬২ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৬ হাজার ৭৬০ দশমিক ৪৫ পয়েন্টে ও ১০ হাজার ৬২ দশমিক ৫৯ পয়েন্টে। আর ৫৩ দশমিক ৫৫ পয়েন্ট ও ৭ দশমিক ২১ পয়েন্ট বেড়েছে সিএসই-৩০ ও সিএসই-৫০ সূচকের মান। সূচক দুটি যথাক্রমে অবস্থান করছে ১২ হাজার ৭০৪ দশমিক ৯৬ পয়েন্টে ও ১ হাজার ১৮৯ দশমিক ১৬ পয়েন্টে। আর সিএসআই সূচক ৩ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৬ দশমিক ৮৯ পয়েন্টে। সিএসইতে গতকাল বুধবার বেড়েছে লেনদেনের পরিমাণও। লেনদেন হয়েছে ১৭ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার। আর এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৬ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ১ কোটি ৬ লাখ টাকা। সিএসইতে ২০৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১২৯টির, কমেছে ৫৮টির ও অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ারদর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

You cannot copy content of this page

You cannot copy content of this page