বিশেষ প্রতিনিধিঃ
রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিল বাণিজ্যিক এলাকায় জনসাধারণের চলাচলের জন্য নির্ধারিত ফুটপাত দখল করে বিগত কয়েক মাস থেকে ভবন ভাঙার কাজ করছে এ এম এন্টারপ্রাইজ নামক ঠিকাদারী প্রতিষ্ঠান।ফুটপাত দখল এর বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আঞ্চলিক অফিস খিলগাঁও জোনের নির্বাহী ম্যাজিস্ট্রেট “সুয়ে মেন জো” কে তাহার মুঠো ফোনে অবগত করার পরেও কোন প্রতিকার পাওয়া যায়নি,পরবর্তীতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের মুঠোফোনে ও ইমেইলে জনসাধারণের চলাচলের জন্য নির্ধারিত রাস্তা ফুটপাত দখলের বিষয়ে অবগত করার পরেও ফুটপাত দখল মুক্ত হয়নি।
অন্যদিকে রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিলের ব্যস্ততম প্রধান সড়ক সংলগ্ন ৮৯ লাকি চেম্বার ভবনটি দুইপাশের ফুটপাত দখল করে কোন প্রকার নিরাপত্তা ছাউনি ছাড়াই নির্বিঘ্নে ভবন ভাঙার কাজ অব্যাহত রেখেছে এতে করে যেকোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় ধরনের কোন দুর্ঘটনা।এখানে একটি বিষয় উল্লেখ্য ৮৯ লাকি নাম্বার ভবনটি নিয়ে স্থানীয়দের মাঝে নানান ধরনের বক্তব্য শোনা যায় কেউ কেউ বলেন পাকিস্তানি বিহারীদের মালিকানাধীন ৮৯ লাকি চেম্বার ভবনটি যদি তাই হয়ে থাকে তাহলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে আহবান উক্ত ভবনের কাগজপত্র যাচাই বাছাই করে প্রকৃত কোন বাংলাদেশী মালিকানা না থাকে তাহলে যেনো ভবনটি রাষ্ট্রীয় সম্পদ হিসেবে ঘোষণা করার দাবি স্থানীয়দের।
মতিঝিলের ব্যস্ততম সড়ক মেট্রোরেল সংলগ্ন ফুটপাত দখলের বিষয়ে বেশ কয়েকজন পথচারীদের সাথে কথা বললে বেশ কয়েক এই প্রতিবেদককে বলেন বিগত কয়েক মাস থেকে ফুটপাতের জায়গায় দখল সাত তালা ভবন ভাঙার কাজ করছে ঠিকাদারী প্রতিষ্ঠান এই ব্যাপারে সিটি কর্পোরেশন নিরব কেন,তাহলে কি ফুটপাত দখল করে আমাদের পথচারীদের চলাচলের রাস্তা বন্ধ করার জন্য সিটি কর্পোরেশন অনুমতি দিয়েছে? যদি সিটি কর্পোরেশন অনুমতি না দিয়ে থাকে তাহলে আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়ের কাছে দাবি জানাই অচিরেই এই ফুটপাত দখলকারি বিল্ডিং ভাঙ্গার কাজে দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আমাদের পথচারীদের চলাচলের জন্য নির্ধারিত স্থান ফুটপাত দখল মুক্ত করে আমাদের পথচারীদের নির্বিঘ্নে চলাচলের সুযোগ করে দিবেন।পরবর্তীতে ভবন ক্রয় করে ভাঙার দায়িত্বে থাকা এ এম এন্টারপ্রাইজের কর্ণধার জনৈক মানিকের মুঠোফোন যোগাযোগ করে জনসাধারণের চলাচলের নির্ধারিত ফুটপাত দখল করার বিষয়ে জানতে চাওয়া হয় আপনি যে দুই পাশের ফুটপাত দখল করে রেখে ভবন ভাঙ্গার কাজ করছেন আপনাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও মতিঝিল থানা পুলিশ কোন অনুমতি দিয়েছে দুইপাশের ফুটপাত দখল করে ভবন ভাঙ্গার কাজ করার জন্য? উত্তরে জনৈক মানিক উত্তেজিত হয়ে এই প্রতিবেদককে বলেন মতিঝিল থানা পুলিশ ও স্থানীয় নেতাদের যোগসাজসে ভবন ভাঙ্গার কাজ করছি আপনি ওইখানে দাঁড়ান ভবনের কেয়ারটেকার দুলালকে আপনার কাছে পাঠাচ্ছি আপনাকে খুশি করার ব্যবস্থা করবে! প্রশ্ন জাগে সবাইকে খুশি করেই কি জনৈক মানিক ফুটপাত দখল করে দীর্ঘদিন থেকে ভবন ভাঙার কাজ করছেন? এই প্রতিবেদক বার বার বলেন মানিক ভাই আমরা সাংবাদিকরা কারো প্রতিপক্ষ না।এখানে উল্লেখ থাকে যে জনৈক মানিক এর কথোপকথনের অডিও ক্লিপটি জাতীয় দৈনিক বর্তমান কথা পত্রিকা অফিসে সংরক্ষিত। পরবর্তীতে এই প্রতিবেদক বাদী হয়ে মতিঝিল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার কে বিষয়টি অবগত করা হয়।