• শনিবার, ০৪ মে ২০২৪, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
সরকারের ব্যর্থতা ধরিয়ে দিন, সাংবাদিকদের তথ্য প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী (অব) এর হাত থেকে সনদপত্র গ্রহণ করেন তুহিন গণপূর্তের নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামান চুন্নু’র অনিয়ম-দূর্নীতি দেখার কেউ নাই (পর্ব-২) মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডেকেছে ডিবি প্রভাবশালীরা উপজেলা নির্বাচনে প্রভাব খাটালে ব্যবস্থা নেওয়া হবে: ইসি রাশেদা রাজের সঙ্গে প্রেম হওয়ার সুযোগ নেই: মন্দিরা অর্থমন্ত্রী আইডিবির সভায় অংশগ্রহণ ও সৌদি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন এমআইএসটিতে ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ভোটে প্রভাব বিস্তার করবেন না, মন্ত্রী-এমপিদের উদ্দেশ্যে ইসি আদালতে মিল্টন সমাদ্দার, রিমান্ডের আবেদন

২৫টি প্রকল্পের উদ্বোধনের পর সুফল পাচ্ছে গোপালগঞ্জবাসী

অনলাইন ভার্সন
অনলাইন ভার্সন
আপডেটঃ : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতাল সহ ২৫টি প্রকল্পের উদ্বোধনের পর সুফল পাচ্ছে জেলাবাসী।

গত ১৪ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা  সরকারী বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এসব প্রকল্পের উদ্বোধন করেন ।
জেলা প্রশাসন সূত্রে জানাগেছে,এদিন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ৬৬৮ কোটি ৮২ লক্ষ ৭৯ হাজার টাকা ব্যয়ে নির্মিত শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়,কোটালীপাড়ার চৈতারবাড়ী কমিউনিটি ক্লিনিক, জেলা সমাজসেবা কমপ্লেক্স, ইসলামিক ফাউন্ডেশন কমপ্লেক্স, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ১০ শয্যা বিশিষ্ট আইসিইউ, কোটালীপাড়ার রামশীল কলেজের ৪তলা একাডেমিক ভবন, কাজী মন্টু কলেজের ৪ তলা একাডেমিক ভবন, নেছারউদ্দিন তালুকদার স্কুল এন্ড কলেজের ৪ তলা একাডেমিক ভবন, রামশীল কলেজের ৫ তলা ছাত্র হোস্টেল, রাধাগঞ্জ দাখিল মাদ্রাসার ৪ তলা একাডেমিক ভবন, কুশলা নেছারিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা ৪ তলা একাডেমিক ভবন,  টুঙ্গিপাড়া সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের ৪ তলা একাডেমিক ভবন, খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল এন্ড কলেজের ৪ তলা একাডেমিক ভবন, বালাডাঙ্গা এস. এম. মুসা উচ্চ বিদ্যালয়ের ৪ তলা একাডেমিক ভবন, গিমাডাঙ্গা নেছারিয়া ফাজিল মাদ্রাসার ৪ তলা একাডেমিক ভবন,  মুকসুদপুরে ফারুক খান উচ্চ বিদ্যালয়ের ৪ তলা একাডেমিক ভবন, সূর্যকান্ত জানকী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৪ তলা একাডেমিক ভবন, গোপালগঞ্জ সদর উপজেলার পল্লীমঙ্গল ইউনাইটেড একাডেমির ৪ তলা একাডেমিক ভবন, হাজী খোরশেদ সপ্তপল্লী  উচ্চ বিদ্যালয়ের ৪ তলা একাডেমিক ভবন, শহীদ গোলদার উচ্চ বালিকা বিদ্যালয়ের ৪ তলা একাডেমিক ভবন, সালেহা কামিল মাদ্রাসার ৪ তলা একাডেমিক ভবন, টুঙ্গিপাড়া বেগম ফজিলাতুন্নেছা মুজিব টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, সরকারি শিশু পরিবারে ২৫ শয্যা বিশিষ্ট শান্তি নিবাস ও শিশু দিবাযত্ন কেন্দ্র উদ্বোধন করা হয় ।

গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, একসাথে ২৫টি প্রকল্পের উদ্বোধনের পর জেলার মানুষ সুফল পাচ্ছে। উদ্বোধনকৃত এসব প্রকল্পের মধ্যে স্বাস্থ্য, শিক্ষা বিষয়ক প্রকল্প রয়েছে। এতে জেলার স্বাস্থ্য ও শিক্ষা বিভাগের ব্যাপক উন্নয়ন সূচিত হয়েছে। অবকাঠামোসহ এসব সেক্টরে গুনগত পরিবর্তন এসেছে । ৫০০ শয্যা বিশিষ্ট শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জেলাবাসী আধুনিক চিকিৎসা সেবা পাচ্ছেন। শিক্ষা অবকাঠামো জেলার শিক্ষা বিস্তারে ভূমিকা রাখছে। এগুলো শিক্ষার পরিবেশ নিশ্চিত করেছে। সেই সাথে সরকার এখানে শিক্ষার প্রয়োজনীয় সব উপকরণ সংযোজন করেছে। এখান থেকে শিক্ষক, শিক্ষার্থীরা উপকৃত হচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

You cannot copy content of this page

You cannot copy content of this page