বিনোদন ডেস্ক : মোস্তফা সরয়ার ফারুকীর বহুল আলোচিত ছবি ‘শনিবার বিকেল’ অবশেষে মুক্তি পাচ্ছে। তবে প্রেক্ষাগৃহে নয়, আগামীকাল শুক্রবার থেকে ছবিটি দেখা যাবে ভারতের ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভ-এ। তবে বাংলাদেশে বসে ছবিটি দেখতে পারবেন না কেউই। পৃথিবীর অন্য যেকোনো দেশ থেকে দেখা যাবে।
খবরটি জানিয়েছেন ফারুকী নিজেই।
গতকাল বুধবার ফেসবুকে খবরটি জানিয়ে ফারুকী লেখেন, “একসঙ্গে এত কিছু আসছে যে আমারই দিশাহারা অবস্থা। ‘শনিবার বিকেল’ ওটিটিতে আসছে ফাইনালি ২৪ নভেম্বর। ৩০ তারিখ তো চরকিতে আসছে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’।
দুটি সম্পূর্ণ দুই ধরনের অভিজ্ঞতা হবে আশা করি। দুটি ছবিই দেখবেন, কথা বলবেন, এই কামনায়। এই দুটি ছবির পর আরো কিছু আসবে, সেটাও দ্রুত। সেগুলো এই দুটি থেকেও আলাদাই হবে।
আসলে ছয়টি বছর তো আমার সিনেমা মানুষের কাছে যায়নি। ফলে একসঙ্গে অনেক কিছু এখন আসবে, অনেক রকম আসবে!”
প্রায় পাঁচ বছর ধরে ‘শনিবার বিকেল’ আটকে আছে সেন্সর বোর্ডে। ছবিটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, ইয়াদ হুরািন, নুসরাত ইমরোজ তিশা, পরমব্রত চট্টোপাধ্যায়সহ অনেকে।