বিনোদন ডেস্ক
বলিউড বক্স অফিসে সানি দেওলের ‘গদর ২’ সিনেমার ঝড় থামছেই না। ছবিটি মুক্তির পর একের পর এক রেকর্ড গড়েই চলেছে।
সবশেষ আয়ের দিক থেকে ভারতে বহুল আলোচিত ‘কেজিএফ ২’ সিনেমাকেও পিছনে ফেলেছে। গত ১১ আগস্ট ছবিটি মুক্তির পর শনিবার (২৬ আগস্ট) ভারতের বক্স অফিসে সিনেমাটির টিকিট বিক্রি হয়েছে ১৩ কোটি ৭৫ লাখ রুপির। এর ফলে দেশীয় বাজারে এর মোট কালেকশন দাঁড়িয়েছে ৪৩৯ কোটি ৯৫ লাখ রুপি।
২০২২ সালে মুক্তি পাওয়া ‘কেজিএফ ২’ সিনেমা হিন্দিতে সর্বসাকুল্যে ৪৩৪ কোটি ৭০ লাখ রুপি কালেকশন করেছিল। সেখানে ‘গদর ২’ মুক্তির তৃতীয় সপ্তাই যশের সিনেমাকে পিছনে ফেলেছে।
এর ফলে সানি দেওল অভিনীত ‘গদর ২’ এখন ভারতে সর্বোচ্চ কালেকশন করা ছবির তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে। যেই তালিকায় দ্বিতীয় দক্ষিণী সিনেমা ‘বাহুবলী ২’ (৫১০ কোটি) এবং শীর্ষে রয়েছে শাহরুখ খানের ‘পাঠান’ (৫৪৩ কোটি)।
বিশ্লেষকরা মনে করছেন, ‘গদর ২’ ছবির এমন আয়ের ধারাবাহিকতা থাকলে খুব শীঘ্রই হয়তো ‘বাহুবলী ২’কে টপকে যেতে পারে সানি দেওলের সিনেমা।
উল্লেখ্য, ২০০১ সালের ‘গাদার’ সিনেমার সিক্যুয়েল ‘গদর ২’। এটি পরিচালনা করেছেন অনিল শর্মা। এতে সানি দেওলের সঙ্গে আছেন আমিশা প্যাটেল, উৎকর্ষ শর্মা, সিমরাত কৌর প্রমুখ।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া