• মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০১:৪৪ পূর্বাহ্ন

দেশনেত্রী শেখ হাসিনা’র কিছু হলে ছাড় দেবে না মুক্তিযোদ্ধা’র সন্তানরা

অনলাইন ভার্সন
অনলাইন ভার্সন
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩

 আপেল মাহমুদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৪৮তম শাহাদত বার্ষিকী ও বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যদের স্মরণে এস এম হক স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ রেলওয়ে মুক্তিযোদ্ধা’ সন্তান সংসদ এর উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। ২৩ আগস্ট (বুধবার) চট্টগ্রামের পাহাড়তলী এস এম হক স্মৃতি মিলনায়তন (শাহী কমিউনিটি সেন্টার) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোহাম্মদ সালাম মিয়ার সভাপতিত্বে, নুর মোহাম্মদ সরকার এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি  অ্যাডভোকেট মোঃ হুমায়ুন কবির। প্রধান আলোচক হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাবিবুর রহমান আকন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সন্তান বাংলাদেশ টুরিস্ট পুলিশ চট্টগ্রাম জেলা রিজিয়ন এর এস পি আপেল মাহমুদসহ বাংলাদেশ রেলওয়ে মুক্তিযোদ্ধা’ সন্তান সংসদ এর বিভিন্ন জেলা থেকে আগত নেতা কর্মীরা। অনুষ্ঠানে বক্তারা বলেন “দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে, বাংলাদেশের উন্নয়নে বাধাগ্রস্ত করতে দেশ বিরোধী চক্রান্ত প্রতিনিয়ত দেশকে হুমকির দিকে নিয়ে যাচ্ছে। এসকল ষড়যন্ত্র মোকাবেলা করতে মুক্তিযোদ্ধা পরিবারের সকল সদস্যদের ঐক্য গড়তে হবে। মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানেরা দেশের স্বার্থে দেশনেত্রী শেখ হাসিনা’র কিছু হলে ছাড় দেবে না বলেও হুঁশিয়ারি প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ