লামা উপজেলার সর্বশেষ সীমায় উত্তরে নীলগিরি পাহাড়ের নীচে অবস্থিত একটি ম্রো পাড়া। ৫৮টি পরিবার বাস করে সেই পাড়ায়। সরই ইউনিয়নের আওতাভুক্ত কাপ্রুপাড়ার ম্রো জনগোষ্ঠী সাম্প্রতিক অতি বৃষ্টি, বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। কষ্টে থাকা দূরের এই পরিবারগুলোর প্রয়োজন অনুধ্বাবন করেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। তাঁর নির্দেশনায় লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার ২০ আগস্ট সেখানে ৫৮টি পরিবারকে ২০ কেজি করে মোট ১১ শ্ ৬০ কেজি চাউল বিতরণ করেন। এ সময় সরই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইদ্রিছ কোম্পানী, সংরক্ষিত মহিলা সদস্য ও লামা (জেলা) তথ্য অফিসার খন্দকার তৌহিদুল ইসলাম সাথে ছিলেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, ভবিষ্যতে যেকোন সরকারী সাহায্য দুর্গম এই পাড়ায় পাঠানো নিশ্চিত করা হবে। তিনি পাড়াবাসীকে আশ্বাস দিয়ে আরো বলেন, “আপনাদের প্রিয় অভিভাবক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আপনাদের খোঁজ খবর রাখেন এবং ভবিষ্যতে সরকারি সব ধরনের সহায়তা পৌঁছানো হবে”। পাহাড়ের ঢালুতে জুম চাষ, তরু তরকারী, ফল ফলাদি বিক্রিলব্ধ আয় দিয়ে জুমিয়া পরিবারগুলোর জীবন চলে। উপজেলা সদর থেকে অনেক দূরত্বের পাড়াবাসীরা সাধারনত সরকারি ত্রাণ সহায়তার উপর কখনো নির্ভর করেনা। কারণ তারা প্রকতির সন্তান। প্রকৃতিকে যেমন তারা ভালোবাসে, প্রকৃতিও স্বীয় মহিমায় পাহাড়ের কোলে আগলে রেখেছে তাদেরকে। মন্ত্রীর দেয়া খাদ্যশষ্য চাউল পেয়ে তারাও উৎফুল্ল হয়েছেন।