• মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২:৩১ অপরাহ্ন

আলীকদমে বিদেশি মদ ও মুদ্রা উদ্ধার, হোটেল মালিক ধৃত

অনলাইন ভার্সন
অনলাইন ভার্সন
আপডেটঃ : বুধবার, ২৬ জুলাই, ২০২৩

  আলীকদম বাজারে একটি বোর্ডিংয়ে অভিযান করে বিদেশি মদ ও মুদ্রা উদ্ধার করেছে জোন (৩১ বীর) সেনা সদস্যরা। আটক করেছেন হোটেল মালিক আতিকুর রহমানকে। জানাগেছে, ২৬ জুলাই দুপুর ১২টায় আলীকদম বাজারের জিয়া আবাসিক হোটেল থেকে ১১টি বিদেশি মদের বোতল, নগদ একুশ হাজার এক শ্ পয়তাল্লিশ টাকা উদ্ধার করা হয়। এর পরপরই হোটেল মালিক ধৃত মোঃ আতিকুর রহমানের বাজার পাড়াস্থ বসত বাড়ি তল্লাশি কালে সেনা সদস্যরা আরো ১০০ গ্রাম গাজা, ৩ প্যাকেট মায়ানমারের সিগারেট ও মায়ানমারের মুদ্রা বাষট্টি হাজার কিয়াট নোট উদ্ধার করা হয়। সূত্রে প্রকাশ গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান করেন আর্মির একটি সি টাইপ টহল দল। ক্যাপ্টেন মাজহারুল ইসলাম এর নেতৃত্বে ভিকটিম এর বাড়ি তল্লাশিকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদ্বয় ও আসামির পরিবারের সদস্যদের উপস্থিততে এ সব অবৈধ মালামাল উদ্ধার করেন সেনা সদস্যরা। জানাযায়, আলীকদম জোন (৩১ বীর) এফ এস (গোয়েন্দা) সূত্রে জানতে পারেন যে,আলীকদম পশ্চিম বাজার হোটেল মালিক মোঃ আতিকুর রহমান (৩৫), পিতা মৃত আব্দুস সালাম সওদাগর এর আবাসিক হোটেলে দীর্ঘদিন যাবত মাদক সরবরাহ করে বিভিন্ন স্থানে বিক্রি করা হয়। এরই প্রেক্ষিতে (৩১বীর) আলীকদম জোনের এফএস গ্রুপ কর্তৃক একটি তল্লাশি কার্যক্রম জোরদার করেন। উদ্ধারকৃত অবৈধ মালামাল ও ধৃত আসামীকে আলীকদম থানায় সোপর্দ করা হয়। পুলিশ জানায়, এ ব্যপারে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। ধৃত আসামীকে বান্দরবান কোর্টে প্রেরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ