সড়ক ও জনপদ বিভাগ লামা (বান্দরবান) এর সড়ক সংস্কার, উন্নয়ন ও ড্রেনেজ ব্যবস্থার বেহাল অবস্থা পরিদর্শন করেন এসডিই। ১৭ জুলাই সকাল সাড়ে ৯টায় বান্দরবান সড়ক ও জনপদ বিভাগের ইঞ্জিনিয়ার এসডিই ও সহকারী ইঞ্জিনিয়ার দুই সদস্যের টিম পরিদর্শনে লামায় আসেন। এ সময় লামা পৌর মেয়র মো: জহিরুল ইসলাম পরিদর্শন টিমকে সড়কের দুরাবস্থার চিত্র দেখান। শহরের প্রবেশমুখে বেইলি ব্রিজের অংশ, সেখান থেকে দক্ষিণ দিকে প্রায় সম্প্রতি উন্নয়ন করা ১ কিলোমিটার সড়কের করুন দৃশ্য ও মধুঝিরি ফরেস্ট অফিস সস্মুখে ড্রেনের বিধ্বস্থ চিত্র সরেজমিন প্রত্যক্ষ করেন পরিদর্শন টিম। এ সময় লামা প্রেসক্লাব সেক্রেটারী মোঃ কামরুজ্জামান, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মো: সাইফুদ্দিনসহ গন্যমান্য ব্যক্তিদ্বয় উপস্থিত ছিলেন। প্রসঙ্গত: সড়ক জনপদের তত্বাবধানে সড়ক উন্নয়ন কাজে দুর্নীতির প্রতিবাদে আজ সোমবার ১১টায় এক কর্মসূচি ঘোষনা দিয়েছিলেন ‘লামা ক্ষুদ্র পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ’। বিষয়টি লামা পৌর মেয়রের দৃষ্টিগোচর হলে, তাঁর হস্তক্ষেপ ও সমাধানের আশ্বাসের প্রতি সমর্থন দিয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দরা জরুরী সভা ডেকে কর্মসূচি স্থগিত ঘোষনা করেন।