• মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০২:৩১ অপরাহ্ন

লামার এককালের প্রেরণা নুরুজ্জামান ফিরোজ ভাই, ধুমকেতুর ন্যয় যার আগমন

অনলাইন ভার্সন
অনলাইন ভার্সন
আপডেটঃ : রবিবার, ১৬ জুলাই, ২০২৩

শৈশবের দুরন্তপনা দেখেছি। দেখেছি যৌবনে তার সৃষ্টিশীল কর্মচাঞ্চল্যতা। তিঁনি একাধারে একজন চিত্রকার, ভালো একজন ছাত্র, বিতার্কিক, কবি, লেখক-সাহিত্যিক সাংবাদিক। ১৯৮৮ সালে মাতামুহুরী কলেজ থেকে ইন্টারমিডিয়েট পরীক্ষায় কুমিল্লা বোর্ডে ২য় স্থান অর্জনকারী। এই মেধাবি সন্তান sutonny Front এর উদ্ভাবক-উদ্যোক্তা। তিনি পথ শিশুদের ঠিকানা। সমাজ মানসে লুকিয়ে থাকা অনেক পঙ্কিলতা তাকে কাঁদায়। সমাজের কান্না তার লেখা ছড়ায় কবিতায় প্রকাশ পায়। তিঁনি জন্মগতভাবে খুলনার সন্তান হলেও যৌবনের তারুন্য সময়ের একটা অংশ কাটিয়েছেন পাহার বেষ্ঠিত লামার সবুজ আঙ্গিণায়। ছোট্র লামা শহরে কুপিবাতির আলোয় যিনি ‘আঁধার বাঁধন টুঁটি’ সংকোচের বিহ্বলতা কেটে প্রজন্মকে প্রজেটিভ মন্ত্রে অনুপ্রাণিত করতেন। তৎসময়ে এই দূর্ভেদ্য পাহাড়ি উপজেলা লামায় তাঁর ছোঁয়া যারা পেয়েছিলেন, আজ তারা আলোকিত স্বনামধন্য। আমাদের ‘ফিরোজ হুজুর’ চলনে বলনে একজন সাদামাটা মানুষ। তাঁর প্রতিটি কথা যেন শিল্প। আরো আরো বিশেষণে বিশেষায়িত করা যায় তাঁকে। দুষ্টুমিতে মেতে উঠা আমাদের কৈশরে তিঁনি অনেক শাসন করেছিলেন। দারিদ্রতার কষাঘাত সইতে না পেরে অল্প বয়সেই কর্মযুদ্ধে যোগদান হেতু আমি এই গুণি মানুষটির ছোঁয়া তেমন একটা পাইনি। তবে অনুভব করেছি তার নিপুণ চিন্তা চেতনার দিক নির্দেশ। এতোক্ষন যাকে নিয়ে স্মৃতিচারণমূলক লিখার চেষ্টা করছি; তিঁনি হলেন শ্রদ্ধেয় বড় ভাই নুরুজ্জামান ফিরোজ(এক কালের আমাদের ফিরোজ হুজুর)। ১৫ জুলাই সন্ধা থেকে মধ্যরাত অবধি বিগত শতাব্দীর ৮০’র দশকের মাঝা মাজিতে লামা উপজেলায় বহুমুখী প্রতিভা নিয়ে দাপটে চষে বেড়ানো তারুণ্যের প্রেরণা ভাই নুরুজ্জামান ফিরোজ এর সম্মানে বন্ধুমহলের আয়োজনে নৈশভোজ ও ঘরোয়া সংবর্ধনা অনুষ্ঠিত হলো। সংবর্ধিত অন্য অতিথিরা ছিলেন সাঈদ ইসলাম-রিজভী(চেয়ারম্যান আরব বাংলা গ্রুপ ও স্বেচ্ছাসেবী সংস্থা [ভিওএসডি], রুকন ইনআম লোবান চেয়ারম্যান (রুক্বইয়াহ কোরআনিক ট্রিট)। লামা পৌর আঙ্গিণায় বীর বাহাদুর কাননে তংথমাং রিসোর্টে অনুষ্ঠিত সংবর্ধনায় অনারেবল গেস্ট হিসেবে ছিলেন, লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, পৌর মেয়র মো: জহিরুল ইসলাম, লামা প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, সাবেক জেলা পরিষদ সদস্য আবু মুসা ফারুকী, লামা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুল মাওলা ইরাক। লামা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র রিপোর্টার মুহাম্মদ কামালুদ্দিন এর সঞ্চালনায় আরো অনেকই স্মৃতিচারণমুলক আলোচনায় অংশ নেন।

লেখক: সম্পাদক প্রকাশক লামার আলো


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ