• মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০২:৪১ অপরাহ্ন

আলীকদম পোয়ামুহুরী সড়কে চোরাচালান ঠেকাতে প্রয়োজন স্থল বন্দর স্থাপন

অনলাইন ভার্সন
অনলাইন ভার্সন
আপডেটঃ : বুধবার, ১২ জুলাই, ২০২৩

৫৭ বিজিবি কর্তৃক বিদেশি মদের চালান জব্দ, আটক-১। আলীকদমকুরুকপাতা-পোহামুহুরী সড়কটি চোরাচালানের রুট হয়ে উঠেছে। মীয়ানমার সীমন্ত সংলগ্ন এই সড়কটি আমাদের নিরাপত্তা যোগাযোগে মাইল ফলক হলেও দেশি-বিদেশি চোরাকারবারীরা এর অপব্যবহার করতেছে। ৮ জুলাই আলীকদম ৫৭ বিজিবি’র জওয়ানরা একটি মাদকদ্রব্যের চালান জব্দ করেছে । সে দিন রাতে আলীকদম—কুরুকপাতা—পোয়মুহুরী সড়কের ক্রিলাইপাড়া বিজিবির অস্থায়ী যৌথ চেকপোষ্টে নম্বরবিহীন একটি সিএনজিতে তল্লাশী করে এসব মাদকদ্রব উদ্ধার করেন বিজিবি সদস্যরা। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে- ৩টি বস্তা হতে ঈগল (EAGLE) হুইস্কি ৩৬ বোতল, ব্যান্ড রয়েল (BRAND ROYAL) হুইস্কি ১১ বোতল (তম্মধ্যে ০২টি ভাংগা) এবং মারডালাই রাম (MARDALAY RAM)– ১২ বোতলসহ সর্বমোট ৫৯ বোতল বিদেশী মদ। ধারণা করা হচ্ছে, এসব মদ আলীকদম-মিয়ানমার সীমান্ত পাড়ি দিয়ে নিয়ে আসা হচ্ছিল। আটককৃত এসব মদের মূল্য ৮৮ হাজার ৫শ’ টাকা বলে সূত্রে জানাযায়। সুত্রে আরো জানাযায়, পোয়মুহুরী হতে আলীকদমের উদ্দেশ্যে মদভর্তি সিএনজিটি গমন করছিল। পথে চেকপোষ্ট কমান্ডার নায়েব সুবেদার মোঃ বিল্লাল হোসেন ও দায়িত্বরত বিজিবি সদস্যরা সিএনজিটিকে থামালে, সিএনজিতে থাকা আরোহী দ্রুত পালিয়ে যায়। পরে সিএনজিসহ ড্রাইভারকে আটক করা হয়। আটককৃত সিএনজি ড্রাইভারের নাম মোঃ রিদুয়ন (২৬)। সে আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়ানের দক্ষিণ বাবুপাড়ার মৃত আমির হামজার ছেলে। আসামীর সাথে ১টি BENCOX বাটন মোবাইল ও নগদ ১২২০ টাকা পাওয়া গেছে। বিজিবি’র সূত্র জানায়, জব্দকৃত মালামালসহ ধৃত আসামী ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে আলীকদম থানায় মামলা দায়ের করা হয়েছে। প্রসঙ্গত: আলীকদম ও পার্শ্ববর্তী উপজেলা নাইক্ষ্যছড়ি মীয়ানমার সীমান্ত লাগুয়া পাহাড়ি অঞ্চল। দু’দেশের সীমান্তে পাহাড় জঙ্গলাকীর্ণ। সীমান্ত রক্ষীদের চোখ ফাঁকি দিয়ে পাহাড় জঙ্গল স্থল পথে অসংখ্য চোরা করিডোর দিয়ে বিগত বছর থেকে প্রচুর পরিমান গরু মহিষ আসছে। এর সাথে সোনার ভারসহ বিভিন্ন নেশা দ্রব্য আসছে। এর আগে ৩০ বিজিবি কর্তৃক সোনার চালান জব্দ হয়েছিল। তবে এপর্যন্ত আলীকদম ৫৭ বিজিবি অনেকগুলো গরু জব্দ করলেও এই প্রথম বোতলজাত মাদকের চালান জব্দ করেছে। স্থানীয় সূত্রমতে ওই পথে সিগারেট, সোনা, অন্যান্য মাদকসহ কয়েক ধরনের চোরাচালান হয়। শক্তিশালী একটি সিন্ডিকেট এর নেপথ্যে রয়েছে, যারা রাজনৈতিক ও প্রশাসনিকভাবে ধরা ছোঁয়ার বাহিরে থাকে। স্থানীয়দের মতে আলীকদম মীয়ানমার সীন্তের পোয়ামুহুরী এলাকায় স্থল বন্দর করে, সেখানে শক্তিশালী সীমান্ত নিরাপত্তা ঘাটি করলে, এই অবস্থা থেকে রেহায় পাওয়া যেতে পারে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজরে আনার দাবি করেছেন জনসাধারণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ