• মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৪:২৭ অপরাহ্ন

লামা বনপুরে হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ নেতা অর্পন মহাজনের আগ্রাসনে সমান হচ্ছে পাহাড়

অনলাইন ভার্সন
অনলাইন ভার্সন
আপডেটঃ : রবিবার, ২৫ জুন, ২০২৩

লামা বনপুর এলাকায় আস্ত পাহাড় কেটে সমান করে চলছে প্রতাপশালী অর্পন মহাজন। কোনো আইন কানুন তাকে ছুঁইতে পারেনা। কারণ সে হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ধর্মীয় কথিত নেতা। তার বিরুদ্ধে মুখ খুল্লেই ধর্মীয় ইস্যু তুলে তার অপকর্ম ঢাকা দেয়ার সুযোগ নেয় সে। সম্প্রতি বনপুর বাজারের পাশে মেশিন লাগিয়ে প্রকাশ্যে পাহাড় কাটা অব্যাহত রেখেছে। ইতিমধ্যে একটি টিলা সমান করে ফেলেছ। এখন পাশের আরেকটি পাহাড় কাটতেছে। এর ফলে পার্শ্ববর্তী জমির মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্যদিকে বিলিন হচ্ছে পাহাড়। গত ক’দিন আগে পাহাড় কাটার প্রমান স্বরুপ একটি ভিডিও ক্লিপসহ বান্দরবান পরিবেশ অধিপ্তরের এডিকে জানানো হয়েছিল। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো আইনি ব্যবস্থা এখনো নেয়া হয়নি বলে জানাগেছে। বনপুর গ্রামের স্থানীয়রা জানান, অর্পন মহাজন প্রতাপশালী হেতু সব কিছু তার ম্যানেজে থাকে। এই মহাজন বিগত কয়েক বছর আগে তৎকালীন ফাঁসিয়াখালী ইউনিয়নের চেয়ারম্যানের রেকর্ডীয় ভূমি জবর দখলের পায়তারা করছিল। ওই ঘটনায় হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের নেতা সেজে ভূমি দস্যুতার অভিযোগ তুলে মানববন্ধন করে পানি ঘোলা করার অপচেষ্টা চালিয়েছিল। কয়েক বছর শান্ত থাকার পর অর্পন বাবুর উত্তাপ এবার পাহাড়ে লাগতে শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ