• মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৭:২৯ অপরাহ্ন

খাগড়াছড়িতে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে সমবায়ের কার্যক্রম

অনলাইন ভার্সন
অনলাইন ভার্সন
আপডেটঃ : বুধবার, ৭ জুন, ২০২৩

খাগড়াছড়িতে ২২৫টি সমবায় সমিতির কার্যক্রমে ভাটা পড়েছে। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে সমবায়ের কার্যক্রম। জানা গেছে , উপজেলা সমবায় অফিসের নিয়ন্ত্রনে রয়েছে ২২৫টি সমবায় সমিতি। এদের দেখ ভাল করার সম্পূর্ণ দায়িত্ব সমবায় অফিসের। তবে তা অফিসে জনবল সংকটের কবলে পড়ে এ কার্যক্রম মুখ তোবড়ে পড়েছে। এ অফিসে দায়িত্বে থাকা সমবায় র্কমর্কতা মোহাম্মদ জহির উদ্দিন জানান, আমি একাই কর্মকর্তা, পিয়ন, অফিস সহকরী সব কাজ করতে হয়। এরমধ্যে বছরে অর্ধেকেরও বেশি সময় ইউ.এন.ও কর্তৃক নানা তদন্ত কমিটি ও নানা কমিটির কাজ নিয়ে থাকতে হয়। ফলে আমার অধীনে ২২৫টি সমবায়ের কার্যক্রম সঠিক ভাবে পালন করা দুরুহ হয়ে পড়েছে। অফিস সহকারী, অফিস পিয়ন, অফিস সহায়কের চিঠিপত্র তৈরী সহ সবই কর্মকর্তাকে করতে হয়। ১ জন সহকারী পরিদর্শক ছিলেন। তাকেও জেলা সমবায় কার্যালয়ে ডেপুটেশনে নিয়ে যাওয়া হয়। গত মাস দুয়েক আগে সহকারী পরিদর্শক রাজশ্রী দে যোগ দিয়েছেন। উপজেলা সমবায় কর্মকর্তা আরো জানান, নিজেদের পকেটের টাকা দিয়ে ১ জন পিয়ন রেখেছেন। তাকে অফিসের কর্মরত দুজন মিলে মাসহারা দিচ্ছেন। এ অবস্থায় সমবায় সমিতির কার্যক্রমে চরম ভাটা পড়েছে। কোনো নতুন করে সমবায় সংগঠন এখানে গড়ে উঠছেনা। যেগুলো রয়েছে তাও নিমিয়ে পড়েছে। অচিরেই এখানে সমবায় কার্যালয়ে জনবল প্রদানকরে সুস্থ কার্যক্রম ফিরিয়ে আনা এখন সময়ের দাবী।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ