পার্বত্য (বান্দরবান) লামা উপজেলার সরই ইউনিয়নের ধইল্যাপাড়া মসজিদ, হেফজখানা, মাদরাসা এতিমখানার অজুখানা উদ্বোধন। ২৯ মে দুপুরে উদ্বোধনের আনুষ্ঠানিক আয়োজন করেন দাতা ও মসজিদ মাদরাসা, হেফজ ও এতিমখানা কম্প্লেক্স পরিচালনা কমিটি। উদ্বোধনকালে কমপ্লেক্সের উপদেষ্টা প্রবীন শিক্ষক বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব মো: আবদুর রহিম, সাংবাদিক মাওলানা আবদুল জব্বার ফিরোজ, মো:কামরুজ্জামান, পরিচালনা কমিটির সাধারন সম্পাদক মো: তৌহিদুল ইসলাম, মো: সোহেল কোম্পানি, নির্বাহী পরিচালক প্রধান শিক্ষক মো: জসিম উদ্দিন, হাফেজ মৌলানা দোলোয়ার হোসাইন, মুহাম্মদ রাসেল,রিপোর্টার এম জাহিদ হাসান, মো: ইউছুপ আলী শাহরাজসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিদ্বয় উপস্থিত ছিলেন। ওজুখানা উদ্বোধন শেষে মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক মাওলানা আবদুল জব্বার। এ সময় এতিম ছাত্ররা উপস্থিত থেকে, দাতা সংস্থার সংশ্লিষ্টরাসহ দেশবাসীর জন্য দোয়া করেন। তার আগে কমপ্লেক্সে মধ্যাহ্ন ভোজে অংশ নেন আগত অতিথিরা। প্রতিষ্ঠানের উদ্যোক্তা পরিচালক, প্রধান শিক্ষক মো: জসিম উদ্দিন বলেন, “ধুইল্যাপাড়া রফিক হান্নান হেফজ ও এতিমখানায় ৩০ জনের অধিক ছাত্র রয়েছে। এদের অনেকেই এতিম, আবার বেশির ভাগ প্রান্তিক পরিবারের শিশু। পাহাড় সমতলের মাঝামাজি পার্বত্য এই গ্রামের শিশুরা এক সময় শিক্ষা বঞ্চিত ছিলো। ১৯৯৭ সালে প্রথমে একটি বেসরকারি প্রাথমিক স্কুল প্রতিষ্ঠা করি, সেখানে বর্তমানে শতাধিক ছাত্র-ছাত্রী লেখাপড়া করছেন। গ্রামটিতে কাছাকাছি কোনো মসজিদ ছিলোনা। ২০২০ সালে বিভিন্ন শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় একটি জামে মসজিদ স্থাপন করি। ২০২১ সালে ইসলামের মৌলিক শিক্ষা বিস্তারের শুন্যস্থান পূরণের জন্য এতিমখানা ও হেফজখানা প্রতিষ্ঠা হয়। হাল সংযোজন হলো একটি চমৎকার ওজুখানা। বর্তমানে এই প্রতিষ্ঠানে আবাসিক ছাত্রের পরিমান ২৭ জন”। জানাযায়, সরকারের ত্রান ও দূর্যোগ মন্ত্রণায়ের অধিনে লামা থেকে ধুইল্যাপাড়া সড়কে ধুইল্যা খালের উপর একটি পিআইও ব্রিজ নির্মাণ প্রকল্প অনুমোদন হয়েছে। ব্রিজটি নির্মাণ হলে কয়েকটি গ্রামের মানুষসহ বিদ্যালয়গামী শিশু শিক্ষার্থীদের যাতায়াতে নিরাপদ সুযোগ সৃষ্টি হওয়ার পাশাপাশি, স্থানীয় কৃষকদের ফসল বাজারজাতের সুযোগ হবে। ২ একর জমিতে চারদিকে সবুজ প্রকৃতি ঘেরা স্নিগ্ধ পরিবেশে গড়ে উঠেছে ধুইল্যাপাড়া স্কুল, মাদরাসা, মসজিদ কমপ্লেক্স। সমাজের দানশীল ব্যক্তিদের সহযোগিতায় একটু একটু করে প্রতিষ্ঠানটি এগিয়ে চলছে আপন মহিমায়। স্কুলটি জাতীয় করণসহ, মসজিদ মাদরাসা এতিমখানার উন্নয়নে দেশ এবং প্রবাসে থাকা বন্ধু, শুভাকাঙ্ক্ষীদের প্রতি আহ্বান জানিয়েছেন লামা-লোহাগাড়ার সীমান্ত ঘেঁষা ধুইল্যাপাড়া গ্রামবাসী।