৩১ মে পিসিএনপি কর্তৃক বরকল ভুষণছড়া গণহত্যা দিবস পালিত হয়েছে। ১৯৮৪ সালের ৩১ মে ভুষণছড়ায় একরাতেই ঘুমন্ত নিরস্ত্র বাঙালী বসতির উপর হামলা করে। ওই বর্বরোচিত সশস্ত্র হামলায় বিভিন্ন বয়সের চার শতাধিক নারীপুরুষ প্রাণ হারায়। বর্বর শান্তি বাহিনীর ওই হত্যাযজ্ঞে নেতৃত্ব দিয়েছিল মেজর রাজেশ (মনি স্বপন দেওয়ান-বিএনপি জামায়াত জোট সরকারের সাবেক উপমন্ত্রী)। সেই দিনের বিভৎস, লোমহর্ষক নির্দয় ঘটনা ভুলতে পারেনি কোনো মানুষ। ওই ঘটনাসহ পার্বত্য চট্টগ্রামে সন্তু বাহিনী কর্তৃক সকল খুনির বিচার ও ক্ষতিগ্রস্থ পরিবারের ক্ষতিপুরনের দাবী এবং দিনটির স্মরণে আজ ৩১ মে সকাল ১০ টায় রাংগামাটি বনরুপা চত্বরে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও সহযোগী সংগঠনগুলো মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিএনপির চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিএনপির মহাসচিব মোঃ আলমগীর কবির, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও রাংগামাটি জেলা পিসিএনপির সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান, কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মোঃ আবদুল মজিদ, সহ সাধারণ সম্পাদক মোঃ আবুবকর সিদ্দিক, সহ সাধারণ সম্পাদক এস এম মাসুম রানা, সহ সাধারণ সম্পাদক কাজী জালোয়া, কেন্দ্রীয় অর্থ সম্পাদক মোঃ লোকমান হোসাইন, বিশিষ্ট কলামিস্ট সোহেল রিগ্যান, সদর উপজেলা সভাপতি মোঃ ছগির, পিসিসিপি রাংগামাটি জেলা সভাপতি মোঃ হাবিব আজম প্রমূখ। মানববন্ধন সমাবেশে সাধারণ মানুষসহ পিসিএনপি’র শত শত নেতাকর্মী অংশ নেয়। খবর বিজ্ঞপ্তি।