• রবিবার, ১৯ মে ২০২৪, ০৯:০৫ পূর্বাহ্ন

১৬টি স্বর্ণ পদকের মধ্যে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের কোয়ান্টারা জয় করে ১৩টি স্বর্ণ পদক

অনলাইন ভার্সন
অনলাইন ভার্সন
আপডেটঃ : শনিবার, ৪ মার্চ, ২০২৩

শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩, জিমন্যাস্টিকস প্রতিযোগিতা ১-৩ মার্চ জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেসিয়ামে অনুষ্ঠিত হয় শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩। দেশের ৮টি বিভাগের নির্বাচিত ৫২ জন জিমন্যাস্ট জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এতে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের ২১ জন জিমন্যাস্ট জাতীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে। তরুণ ও তরুণী জিমন্যাস্টরা ১১টি ক্যাটাগরিতে মোট ৫০টি পদকের প্রতিযোগিতায় নামে। এর মধ্যে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের জিমন্যাস্টরা জয় করে ৩৪টি পদক। এই ৩৪টি পদকের মধ্যে ১৩টি স্বর্ণ, ১৩টি রৌপ্য ও ৮টি ব্রোঞ্জ পদক রয়েছে।এই প্রতিযোগিতার মোট ১৬টি স্বর্ণ পদকের মধ্যে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের কোয়ান্টারা জয় করে ১৩টি স্বর্ণ পদক। এই ৩৪টি পদকের মধ্যে তরুণ কোয়ান্টারা ৯টি স্বর্ণ, ৯ টি রৌপ্য ও ৫ টি ব্রোঞ্জ পদক এবং তরুণী কোয়ান্টারা ৪টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ পদক অর্জন করে।শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হয় জিমন্যাস্টিকস। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের আয়োজনে এবং বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের তত্ত্বাবধানে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।১ মার্চ, ২০২৩ তারিখে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩ জিমন্যাস্টিকস প্রতিযোগিতাটি উদ্বোধন করেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা এবং সভাপতিত্ব করেন বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের সভাপতি শেখ বশির আহমেদ মামুন।৩ মার্চ, ২০২৩ তারিখে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়ার নাগরিক বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের জাতীয় কোচ চো সুং ডং।এছাড়াও আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আহমেদুর রহমান ও ফেডারেশনের অন্যান্য সদস্যবৃন্দ। শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ৪ মার্চ, ২০২৩ বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মাননীয় সভাপতি এবং বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ