• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:০১ অপরাহ্ন

খাগড়াছড়ির দীঘিনালায় ২ ইট ভাটা বন্ধ ঘোষণা

অনলাইন ভার্সন
অনলাইন ভার্সন
আপডেটঃ : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪

হাইকোর্টের আদেশ ও জেলা প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে ভাটার কার্যক্রম পরিচালনা করায় খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার পুলিন হেডম্যান পাড়ার এডিবি ও মধ্য বোয়ালখালী এলাকার ফোরবিএম ইট ভাটার সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি এডিবি ইট ভাটা কর্তৃপক্ষকে ১ লক্ষ ও ফোর বিএম কতৃপক্ষকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও উপজেলার বোয়ালখালী ইউপি এলাকায় পরিচালিত লাইসেন্স বিহীন একটি করাত কল কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং এক মাসের মধ্যে লাইসেন্স সহ যাবতীয় কাগজপত্র সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া হয়। ১ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে হাইকোর্ট বিভাগের আদেশ বাস্তবায়ন এবং খাগড়াছড়ি জেলা প্রশাসকের নির্দেশক্রমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত খান ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন-২০১৩ এর বিধানমতে এ অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, মহামান্য হাইকোর্ট বিভাগের আদেশ বাস্তবায়ন ও জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশক্রমে উপজেলায় পরিচালিত এডিবি এবং ফোরবিএম ইট ভাটার সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। পাশাপাশি পৃথকভাবে দু’টি ইট ভাটাকে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়াও বোয়ালখালী ইউপি এলাকায় পরিচালিত লাইসেন্স বিহীন একটি করাতকল কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ