লক্ষ্য হোক সহায়তার, জয় হোক মানবতার” এই শ্লোগানকে ধারণ করে খাগড়াছড়িতে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে অসহায় দুস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। রবিবার (১৭ ডিসেম্বর) সকাল ১১টায় খাগড়াছড়ি শহরের শাপলাচত্বরস্থ মুক্তমঞ্চে এ চিকিৎসা সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম-বার। এসময় অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. তফিকুল আলম, সদর থানার অফিসার্স ইনচার্জ মো. তানভীর হাসান, ওসি ডিবি মো. শামসুল আলমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এ এ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কার্যক্রমে চিকিৎসা সেবা প্রদান করেন খাগড়াছড়ি পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার দিপ্তী বিশ্বাস এবং খাগড়াছড়ির আধুনিক জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ঝনাৎ চাকমা।
বিনামূল্যে চিকিৎসা সেবা উদ্বোধনকালে খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম বার বলেন, “ডিসেম্বর মাস মহান বিজয়ের মাস। এ বিজয়ের ধারাবাহিকতায় পুলিশ নারী কল্যাণ সমিতির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। এখানে চিকিৎসা সেবা নিতে আসা সেবাগ্রহীতাদের ফ্রি চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় পুনাকের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। ভবিষ্যতেও আমাদের এ ধারা অব্যাহত থাকবে।”