খাগড়াছড়ির মহালছড়িতে দুইজন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সদস্যকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার দূরছড়ি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা যায়।
ইউপিডিএফ-এর প্রচার ও প্রকাশনা বিভাগে দায়িত্বরত নিরন চাকমা জানান, খাগড়াছড়ির মহালছড়ির সীমান্তবর্তী দূরছড়ি গ্রামে দুটি পাহাড়ি আঞ্চলিক সংগঠনের মধ্যে বন্দুক যুদ্ধের ঘটনায় ইউপিডিএফ এর দুই জন সদস্য রবি কুমার চাকমা (৬৫), শান্ত চাকমা ওরফে বিমল (৫২) নিহত হয়েছেন। এছাড়াও রহিন্তু চাকমা ওরফে টিপন (৩২) নামের একজন নিখোঁজ রয়েছেন।
মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, ‘গুলিতে ওই দুজন মারা গেছেন। কাদের সঙ্গে গোলাগুলি হয়েছে তা এখনও জানা যায়নি। এ নিয়ে তদন্ত চলছে।’