মোঃ মাসুদুল হক ঃ খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে মাটিরাঙ্গার ইয়াবা ট্যাবলেট সহ মাদক সম্রাট নামে পরিচিত মো: জোবায়ের বিন ইসহাক (৩৩)ও বাবুল হোসেন (৩৮) নামে দুই মাদক ব্যাবসায়ী কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার (১৫ জানুয়ারী) দুপুরের দিকে খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) এর দিক নির্দেশনায় মাটিরাঙ্গা থানার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানা এলাকায় মাদক দ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান পরিচালনা করিয়া মাটিরাঙ্গা থানাধীন মাটিরাঙ্গা পৌরসভার ৫নং ওয়ার্ডস্থ মাটিরাঙ্গা ব্রীজের পূর্ব পাশে রহমানিয়া বেকারীর সামনে কাঁচা রাস্তার উপর হতে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট সহ আসামী মো. জোবায়ের বিন ইসহাক (৩৩) কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী হলেন-মো. জোবায়ের বিন ইসহাক (৩৩)মাটিরাঙ্গা পৌরসভার ৮নং ওয়ার্ডে মিস্ত্রীপাড়া এলাকার বাসিন্দা মো. ইসহাক উদ্দিন, এর ছেলে,এর আগেই মাদক মামলা বিভিন্ন সময় জেল হাজতে ছিল,বারবার জামিনে এসে মাদক ব্যবসায় জড়িত হচ্ছে বলে জানা যায়,মাটিরাঙ্গায় প্রথম ইয়াবা ব্যবসায়ী ও এলাকায় ইয়াবা সম্রাট হিসেবে পরিচিত এই ফয়সাল,ইয়াবা ফয়সাল, বাবা ফয়সাল নামেও ব্যপক পরিচিত। এই মাদক ব্যবসা থেকে ফেরাতে না পেরে তার স্ত্রীও তাকি ডিভোর্স দিয়ে চলে যায়।
বাবুল হোসেন (৩৮)মাটিরাঙ্গা পৌরসভার মংতু চৌধুরীপাড়া, ০৫নং ওয়ার্ডের বাসিন্দা মৃত আবদুর রশিদ, এর ছেলে।
মাটিরাঙ্গা থানা পুলিশ জানান,আসামী মো. জোবায়ের বিন ইসহাক (৩৩) ও আসামী বাবুল হোসেন (৩৮)কে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট সহ হাতেনাতে আটক করা হয়। আসামীদ্বয়ের বিরুদ্ধে মাটিরাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।