• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:৫২ অপরাহ্ন

২য় বারের মত জেলার শ্রেষ্ঠ ওসি হলেন দেব প্রিয় দাশ

অনলাইন ভার্সন
অনলাইন ভার্সন
আপডেটঃ : সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪

পার্বত্য খাগড়াছড়ি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  রবিবার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সহকারি পুলিশ সুপার সৈয়দ মুমিদ রায়হান (এফএএফ) এর সঞ্চালনায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মুক্ত ধর পিপিএম (বার)। পুলিশ হেডকোয়ার্টার্সের পুরস্কারের অভিন্ন মানদন্ডের আলোকে ২০২৩ সালের নভেম্বর ও ডিসেম্বর এই দুই মাসে খাগড়াছড়ি জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের পুরস্কার গ্রহণ করেন রামগড় থানার অফিসার ইনচার্জ দেব প্রিয় দাশ।
রামগড় থানা সূত্র জানায়, নভেম্বর ও ডিসেম্বর-২০২৩ এই দুই মাসে আসামী গ্রেফতার, ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার, মামলা নিস্পত্তি এবং থানা এলাকার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় সম্মাননা ক্রেস্ট ও প্রশংসা পত্র পান তিনি। পুলিশ সুপার মহোদয় শ্রেষ্ঠত্ব অর্জনকারী রামগড় থানার অফিসার ইনচার্জ দেব প্রিয় দাশের হাতে সম্মাননা ক্রেস্ট ও ধন্যবাদপত্র তুলে দেন।
এ বিষয়ে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ জানান, এই অর্জন শুধু আমার নয় এটি রামগড়বাসী সহ সকল সাংবাদিকদের আপনাদের সকলের সহযোগিতা পেয়েছি বলে আমি টানা দ্বিতীয় বারের মত শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছি। আগামী দিনগুলোতেও আপনাদের সকলের সহযোগিতা আমি কামনা করি। এসময় আরও উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা পুলিশের সকল কর্মকর্তাবৃন্দ এবং জেলা পুলিশের সকল ইউনিট ও থানার অফিসার ইনচার্জগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ