• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:০১ অপরাহ্ন

রামগড়ে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অনলাইন ভার্সন
অনলাইন ভার্সন
আপডেটঃ : মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪

মোঃ মাসুদুল হকঃ  মাদক ও চোরাকারবারির সাথে জড়িত অপরাধীদের দমনের জন্য খাগড়াছড়ি জেলার সামাজিক পরিবেশ স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ সুপার  মুক্তা ধর  মাদক ও চোরাকারবারির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। তারই ধারাবাহিকতায় গত ৮ জানুয়ারী সোমবার গোপন সংবাদের ভিত্তিতে  রামগড় পৌরসভার ২ নং ওয়ার্ড ডেবারপাড় সাকিনস্থ ঝুলন্ত ব্রীজের দক্ষিণ গেইটের সামনে জগন্নাথপাড়া গামী পাকা রাস্তার উপর হতে অবৈধ ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ ইব্রাহিম খলিল বাবু (২৭) কে গ্রেফতার করেছে রামগড় থানা পুলিশ।
রামগড় থানা সূত্রে জানা যায়, আটককৃত মোঃ ইব্রাহিম খলিল বাবু এলাকায় কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত । তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা বিচারাধীন আছে। আটককৃত মোঃ ইব্রাহিম খলিল বাবু রামগড় থানাধীন বল্টুরামটিলা (ইসলামপুর) গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
মাদক ব্যবসায়ী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে রামগড় থানা অফিসার ইনচার্জ দেব প্রিয় দাশ জানান, রামগড় থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। এর আগে আসামী বিরুদ্ধে আরো ৩টি মাদক মামলা আছে। আসামীকে যথানিয়মে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ