মোহাম্মদ ইউনুছ নাইক্ষ্যংছড়ি বান্দরবান প্রতিনিধি,
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে বন্য হাতির আক্রমণে এক উপজাতিয় যুবক গুরতর আহত হয়েছে। বর্তমানে সে মালুম ঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর ) রাত পৌনে ২টার দিকে উপজেলার বাইশারী ইউনিয়নের ৬নং ওয়ার্ড থুইলাঅং পাড়া মাষ্টার মংলাচিং এর ধান ক্ষেত সংলগ্ন খামার বাড়ীতে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি ইউনিয়নের ৬ ওয়ার্ডের বাসিন্দা
ছাইলারি মার্মার পুত্র অংখাইছা মার্মা (৩৮)
স্থানীয় ইউপি সদস্য ওবাচিং মার্মা জানান, প্রতিদিনের ন্যায় অংখাইছা মার্মা তার পিতা এবং ভগ্নিপতিসহ সন্ধ্যার দিকে ধান পাহারা দিতে যায়। ওই সময় হঠাৎ রাত পোনে ২টারদিকে বন্য হাতির পাল এসে তার উপর আক্রমণ চালায়। ঐ সময় প্রান বাঁচাতে ধানের খড়ের মধ্যে ডুকে পড়লে হাতির পাল চলে যাওয়ার সময় পায়ের নিচে পিষ্ট হয়ে বুকের হাড় ভেঙ্গে যায়।খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য ওবাচিং মার্মাসহ স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে
চকরিয়া মালুম ঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন।
বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আলম কোম্পানি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অংখাইছা মার্মা বন্য হাতির আক্রমনে
গুরুতর আহত হয়েছে। তার অবস্থা বর্তমানে সংকটাপন্ন।
বিষয়টি তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া কে অবহিত করেছেন।
বাইশারী তদন্ত কেন্দ্রে র ইনচার্জ শোভন কুমার শাহা বলেন, বন্য হাতির আক্রমণে এক ব্যক্তি আহতের খবর তিনি শুনেছেন। তাকে দ্রুত হাসপাতালে পাঠানোর পরামর্শ ও দিয়েছেন।