• সোমবার, ২০ মে ২০২৪, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কক্সবাজারের ঈদগাঁও উপজেলা প্রথম নির্বাচন   সুষ্ঠু পরিবেশ নিয়েই আশংকা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ঢাকায় ব্যাটারিচালিত রিকশা, লক্কড়ঝক্কড় যান চালালে শাস্তি: বিআরটিএ টাঙ্গাইল — ঝুঁকি ছাড়াই বেশি লাভ, কচুলতি চাষে ঝুঁকছেন কৃষকরা ওএমএস বিতরণে গাফলতি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: খাদ্যমন্ত্রী প্রাণঘাতী ব্যাকটিরিয়ার তালিকা প্রকাশ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা মেসির ফেরার ম্যাচে শেষ মুহূর্তের গোলে জয় পেল মায়ামি তাসখন্দ থেকে রাষ্ট্রদূতকে কিরগিজস্তানে পাঠাচ্ছে বাংলাদেশ — কিরগিজস্তানে বাংলাদেশি শিক্ষার্থীদের গুরুতর আহতের খবর পাওয়া যায়নি : পররাষ্ট্র মন্ত্রণালয় সামান্য অর্থ বাঁচাতে গিয়ে বর্জ্য ব্যবস্থাপনাকে উপেক্ষা করে দেশ ধ্বংস করবেন না : প্রধানমন্ত্রী মেট্রোরেলে এনবিআরের ১৫ শতাংশ ভ্যাট আরোপ ভুল সিদ্ধান্ত: ওবায়দুল কাদের ওয়াদুদ মাতুব্বরের প্রার্থিতা বহাল: ফরিদপুর সালথা উপজেলা নির্বাচনে বাধা নেই

“কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি” মতিঝিল ফুটপাতে অবৈধ বিদ্যুৎ সংযোগ নীরব ভূমিকায় ডিপিডিসি মতিঝিল জোন (পর্ব ২)

অনলাইন ভার্সন
অনলাইন ভার্সন
আপডেটঃ : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
গত ১৬ই নভেম্বর -২৩ইং তারিখে জাতীয় দৈনিক বর্তমান কথা পত্রিকার প্রথম পাতায় মতিঝিল ফুটপাতে অবৈধ বিদ্যুৎ সংযোগ নিরব ভূমিকায় মতিঝিল ডিপিডিসি জোন শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়।প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পর ১৬ই নভেম্বর সন্ধ্যায় নামমাত্র অভিযান পরিচালনা করে মতিঝিল ডিপিডিসি জোন কিন্তু আশ্চর্যের বিষয় যারা মতিঝিল ফুটপাতে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে তাদেরকে সঙ্গে নিয়েই উক্ত অভিযানটি পরিচালনা করা হয়!আর অন্য দিকে অভিযান শেষেও বন্ধ হয়নি মতিঝিল ফুটপাতে অবৈধ বিদ্যুৎ বিদ্যুৎ সংযোগ।এ নিয়ে সচেতন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।মতিঝিল অফিস পাড়ায় কর্মরত বেশ কয়েকজন সরকারি বেসরকারি কর্মকর্তা নাম প্রকাশ না করা শর্ত এই প্রতিবেদককে বলেন ফুটপাতে অবৈধ বিদ্যুৎ সংযোগ বন্ধে জ্বালানি মন্ত্রণালয় ও ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ (ডিপিডিসি)এই সকল অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।বর্তমান সরকার দেশবাসীকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দেওয়ার জন্য প্রতিবছর জাতীয় সম্পদ বিদ্যুৎ খাতে কোটি কোটি টাকার ভর্তুকি দিয়ে যাচ্ছে।এমনকি বর্তমান সরকার বিদ্যুৎ চুরি রোধে যোগ উপযোগী আইন প্রণয়ন করেছেন কিন্তু এই সকল আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিল ফুটপাতের দোকান গুলোতে বিদ্যুতের মেইন লাইন থেকে সরাসরি বিদ্যুৎ সংযোগ দিয়ে দীর্ঘদিন থেকে একটি চক্র বছরে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা আর সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব।অনুসন্ধানে জানা যায় ইত্তেফাক মোড় থেকে সেনাকল্যাণ ভবনের সামনে মতিঝিল বাণিজ্যিক এলাকা মতিঝিল দিলকুশা হয়ে দৈনিক বাংলা মোড় পর্যন্ত রাস্তার দুই পাশে ফুটপাতে কয়েক হাজার দোকান রয়েছে আর এই সকল দোকানগুলোতে সন্ধ্যা নামলেই বৈদ্যুতিক বাতি জ্বলে এই সকল বৈদ্যুতিক বাতি ব্যবহারকারি ফুটপাতের হকারদের সাথে কথা বলে জানা যায় প্রতিটি লাইট বাবদ ৩০ টাকা করে দিতে হয় দৈনিক এই টাকা নেওয়ার জন্য রয়েছে লাইনম্যান তারা সন্ধ্যার আগে ও সন্ধ্যা নামলেই বৈদ্যুতিক বাতির বিল নিয়ে যায় ওই চক্রের লোকজন।আশ্চর্যের বিষয় হলো মতিঝিল ডিপিডিসি অফিসের আসে পাশের ফুটপাতে অবৈধ বিদ্যুতের বাতি জ্বলতে দেখা যায়!সরোজমিনে সন্ধ্যার পরে মতিঝিলের প্রতিটি ফুটপাতে ঘুরে দেখা যায় জাতীয় সম্পদ বিদ্যুতের অবৈধ সংযোগের মাধ্যমে দেওয়া বাতি জ্বলছে। মতিঝিল দিলকুশা এলাকার কয়েকজন হকার নাম প্রকাশ না করার শর্তে এই প্রতিবেদককে বলেন মতিঝিল বিদ্যুৎ অফিসের লোকজন যদি জড়িত না থাকতো তাহলে ফুটপাতে এই ভাবে সরাসরি বিদ্যুৎ লাইন থেকে বিদ্যুৎ সংযোগ দেয় কি করে তারা? মতিঝিল ফুটপাতে অবৈধ বিদ্যুৎ সংযোগের বিষয়ে জানতে ডিপিডিসি মতিঝিল জোন এর দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী ইঞ্জিনিয়ার রুহুল আমিনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান আমি নতুন আসছি অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে তার এমন বক্তব্যে এই প্রতিবেদক তাকে স্মরণ করিয়ে দেন গত ২৭ শে আগস্ট-২৩ইং তারিখে আপনাকে মুঠোফোনে ও খুদেবার্তা পাঠিয়ে জানানো হয়েছিলো মতিঝিল ফুটপাতে অবৈধ বিদ্যুৎ সংযোগের বিষয়টি তখন তিনি বলেন আমি ব্যবস্থা নিয়েছি।কিন্তু দুঃখের বিষয় এখনো মতিঝিল ফুটপাতে জাতীয় সম্পদ বিদ্যুতের অবৈধ সংযোগ গুলো বিচ্ছিন্ন হয়নি যার কারণে দেশ ও সরকার কোটি কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
(অনুসন্ধান অব্যাহত)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ