• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:০৫ পূর্বাহ্ন

লামা প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান

অনলাইন ভার্সন
অনলাইন ভার্সন
আপডেটঃ : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩

বান্দরবান প্রতিনিধি।।

লামা প্রেসক্লাবের ত্রিবার্ষিক নির্বাচন-২৩ এ ১৫ তম কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, বর্তমান সরকার সংবাদ পত্রিকার স্বাধীনতা দিয়েছে। তিঁনি আরো বলেন, প্রকৃত সাংবাদিকের বন্ধুর অভাব নেই। ৯ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে লামা পৌরসভা বীর বাহাদুর কানন রেস্টুরেন্টে আয়োজিত অভিষেক অনুষ্ঠানে প্রেসক্লাবের ১৫ তম কমিটির পরিচিতি ও ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেষ্ট গ্রহন করেন মন্ত্রী। প্রেসক্লাবের সভাপতি প্রিয়দর্শী বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসিবে ছিলেন, লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, লামা বিভাগীয় বনকর্মকর্তা মোঃ আরিফুল হক বেলাল, সহকারি পুলিশ সুপার জুনায়েদ আহমেদ, পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম, এ এএসপি লামা সার্কেল নুরুল আনোয়ার, লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তফা জাবেদ কায়সার, জেলা প্রশানের এডিএম প্রমূখ। প্রেসক্লাবের সহযোগি সদস্য প্রদীপ কান্তি দাশের সঞ্চালনায় ধন্যবাদ বক্তব্য দেন পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম। স্বাগতিক বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান। অনুষ্ঠানে নতুন কমিটিকে রজনীগন্ধা ফুলের স্টিক দিয়ে অভিবাদন জানান মন্ত্রী। এসময় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, সাংবাদিকতার উৎকর্ষতা সাধনে প্রেসক্লাবে লাইব্রেরি সমৃদ্ধ করতে হবে। তিনি বলেন, নতুন কমিটি শুধু প্রেসক্লাব নয়; লামা উপজেলার সকল সাংবাদিকদের সঠিক পরিচালনায় অভিভাবকত্ব করতে হবে। শিক্ষা উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী দুঃখ করে বলেন, লামায় সরকারি একটি মহিলা কলেজ করার জন্য আমি আহ্বান করার পরও কেউ এগিয়ে আসেনি। তার পরও জেলা পরিষদের ভবন মহিলা কলেজ চালু করার উদ্যােগ নেয়া হয়েছে, ২৪ সালে এর যাত্রা শুরু হবে। আলীকদম উপজেলায় দেরিতে হলেও বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রচেষ্টায় একটি কলেজ প্রতিষ্টা হতে যাচ্ছে। অভিষেক অনুষ্ঠানে
মন্ত্রী সাংবাদিকদের উন্নয়নের জন্য প্রেসক্লাব সাংবাদিক কল্যাণ তহবিলে ৫ লাখ টাকা অনুদান প্রদানের ঘোষনা দেন। অনুষ্ঠান শেষে মন্ত্রী স্বীয় নামে প্রতিষ্ঠিত পৌরসভা বীর বাহাদুর
কানন এর রাত্রের বর্ণিল আলোকসজ্জার দৃশ্য উপভোগ ও বিভিন্ন কটেজ কর্নার পরিদর্শন করে পৌর মেয়রের সার্বিক কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেন।
এর আগে মন্ত্রী লামা মাতামুহুরী সরকারি কলেজে নবীন বরণ ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যদেন। কলেজের বীর বাহাদুর হলে মধ্যাহ্ন ভোজের পর বিকেল পৌনে ৩টায় প্রায় ১৮ কোটি টাকা ব্যায়ে পৌরসভার বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিস্থাপন ও উদ্বোধন করেন। সোয়া তিনটায় লামা চাম্পাতলী মাঠে বীর বাহাদুর ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা উপভোগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ