• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:৫৪ পূর্বাহ্ন

মাটিরাঙ্গা উপজেলায় উচ্চ বিদ্যালয়ে মেয়েদের মাতৃকালীন  ব্যতিক্রমী ব্যবস্থা গ্রহণ

অনলাইন ভার্সন
অনলাইন ভার্সন
আপডেটঃ : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় পাইলট উচ্চ বিদ্যালয়ে মেয়েদের মাতৃকালীন সময়ের জন্য এক ব্যতিক্রমী ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ।

স্কুলের প্রধান শিক্ষকের মোঃ হাবিবুর রহমান বলেন, আমার স্কুলে মেয়েদের জন্য একটি ব্যতিক্রমী ব্যবস্থা গ্রহণ করেছি , সেই ব্যবস্থাটি হচ্ছে মেয়েদের মাতৃকালীন অনেক সমস্যা হয়ে থাকে সেজন্য আমি আমাদের সরকারি শিক্ষক বড়ুয়ার কাছে দায়িত্ব দেওয়া হয়েছে যদি কোন মেয়ের  পিরিয়ড সমস্যা হয় তাহলে ঐ শিক্ষিকাকে বললে দ্রুত গতিতে তা সুরাহা করার জন্য স্কুলের ব্যবস্থা গ্রহণ করেন। এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্কুলে পড়ুয়া সন্তানদের মা-বাবা।  তারা বলেন,  বাংলাদেশে কোন স্কুলে এই ধরনের ব্যবস্থা গ্রহণ করতে দেখি নাই,  এই প্রথম দেখলাম পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি মাটিরাঙ্গা উচ্চ বিদ্যালয় এজন্য আমরা প্রধান শিক্ষককে ধন্যবাদ জানাই।  প্রধান শিক্ষক আরো বলেন,  আমার স্কুলে কোন ছাত্র-ছাত্রী কখন ক্লাসে ঢুকবে, কোন শিক্ষক ক্লাস নিচ্ছেন তা আমি মনিটরিং করি এবং সন্তানদের গার্ডিয়ান কে এই বিষয়গুলো জানিয়ে দেওয়া হয়

অন্যদিকে সরকারি শিক্ষিকা বিড়ি রানী বড়ুয়ার সাথে সাক্ষাৎকারে তিনি বলেন,  মেয়েরা আগে স্কুলে অনিয়মিত আসতো কারণ তাদের অনেক সমস্যা হয়ে থাকে এই সমস্যা দূর করার জন্য আমি প্রাথমিক ট্রিটমেন্ট ব্যবস্থা নিয়েছি যেমন জ্বর পেটে ব্যথা, মাথায় ব্যথা এবং অন্য সমস্যা সব ধরনের সুবিধা নেওয়ার জন্য আমার কাছে ঔষধ আছে । যার কারণে মেয়েরা এখন ক্লাসে আর অনিয়ম করে না।

তিনি আরো বলেন, প্রধান শিক্ষক আমাকে সার্বক্ষণিক মনিটরিং এর মধ্যে রাখেন কোন বাচ্চার কোন সমস্যা হলে দ্রুত ব্যবস্থা নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ