• রবিবার, ১৯ মে ২০২৪, ১১:৩৮ পূর্বাহ্ন

গাজায় শরণার্থীশিবিরে ইসরায়েলের বোমা হামলা, নিহত অন্তত ৫০

অনলাইন ভার্সন
অনলাইন ভার্সন
আপডেটঃ : বুধবার, ১ নভেম্বর, ২০২৩

গাজার জাবালিয়া শরণার্থীশিবিরে ইসরায়েলের হামলার পর চলছে উদ্ধারকাজ।

ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলে জাবালিয়া শরণার্থীশিবিরে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আজ মঙ্গলবার চালানো এই হামলায় শিবিরটিতে অন্তত ৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ১৫০ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গাজার জাবালিয়া শরণার্থীশিবিরের ঘরবাড়ি লক্ষ্য করে ইসরায়েলের হামলায় ৫০ জনের বেশি নিহত হয়েছেন। আহত প্রায় ১৫০ জন। অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।

এএফপির ধারণ করা ভিডিওতে দেখা গেছে, ঘনবসতিপূর্ণ এই শরণার্থীশিবিরে বেশ কয়েকটি বাড়ি হামলায় ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচ থেকে অন্তত ৪৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। অনেকেই সে সময় হতাহতদের উদ্ধারের চেষ্টা করছিলেন।

ইসরায়েলের হামলার সময় শরণার্থীশিবিরে ছিলেন সেখানকার বাসিন্দা রাগেব আকাল। এই হামলাকে ‘ভূমিকম্পের মতো’ উল্লেখ করে তিনি বলেন, বিপুলসংখ্যক মানুষ হতাহত হয়েছেন। প্রতিদিন শত শত মৃত্যুর যে তথ্য সামনে আসছে, সেখানে কিছু বাড়িয়ে বলা হচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ