লামায় শান্তি সমাবেশে আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেন, ”বিএনপি আন্দোলনের নামে দেশব্যাপি নৈরাজ্য সৃষ্টি শুরু করেছে। ২৮ অক্টোবর পল্টনে পুলিশ হত্যা, আওয়ামী লীগের গাড়ি বহরে হামলা করেছে। বর্তমান সরকার জামায়াত বিএনপির অগ্নিসন্ত্রাসের কবল থেকে দেশ জাতি ও সম্পদ রক্ষা করে চলছে। সরকারের যখন দেশকে উন্নত সমৃদ্ধ করতে বৈশ্বিক প্রতিযোগিতায় ব্যস্ত, তখনই অগনতান্ত্রিক উপায়ে ক্ষমতায় আসতে দেশের ভাবমূর্তি নষ্ট ও গনতন্ত্রকে হত্যা করতে উঠেপড়েছে”। বক্তারা বলেন,”সরকার প্রধান জাতির জনক কন্যা মানুষ ও দেশের উন্নয়নের রাজনীতি করেন। ২৮ অক্টোবর প্রধানমন্ত্রী যখন চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে ‘বঙ্গবন্ধু টানেল’ উদ্বোধন করেতেছেন; ঠিক সেই মূহুর্তে ঢাকার পল্টনে বিএনপির সন্ত্রাসী কর্মকান্ড জাতি দেখেছেন”। ২৯ অক্টোবর রোববার অনুষ্ঠিত শান্তি সমাবেশে বক্তব্য দেন, লামা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি- পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামাল, লামা পৌরসভার মেয়র আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, পৌর আওয়ামীলীগ সভাপতি কাউন্সিলর মোঃ রফিক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ প্রমূখ। শান্তি সমাবেশে মহিলা আওয়ামীলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মিরা অংশ নেন। সকাল ৯টা থেকে দলে দলে শান্তিপূর্ণ স্লোগান দিয়ে উপজেলা পরিষদ সম্মুখ প্রধান সড়কে জড় হতে থাকে। শান্তি বক্তৃতার পর সাড়ে ১০টায় দীর্ঘ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিন করে পূনরায় একই জায়গায় মিলিত হয়ে শান্তি সমাবেশ শেষ করেন।