• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:৫৬ পূর্বাহ্ন

পূজা মন্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান করেন ২৩ বিজিবির নবাগত জোন অধিনায়ক

অনলাইন ভার্সন
অনলাইন ভার্সন
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩

এম লোকমান :

পার্বত্য এলাকায় স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে যামিনীপাড়া জোন (২৩ বিজিবি) সীমান্ত রক্ষার পাশাপাশি নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ১৯ অক্টোবর বৃহস্পতিবার যামিনীপাড়া জোন (২৩ বিজিবি) এর নবাগত জোন কমান্ডার লেঃ কর্নেল আলমগীর কবির, পিএসসি জোনের আতওতাধীন খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলাধীন হেডম্যানপাড়ার পূজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের আওতায় পূজা পরিচালনাকারী কমিটিকে জোনের পক্ষ থেকে নগদ ১০,০০০/- টাকা অনুদান প্রদান করেন। এইকই সময় জোন অধিনায়ক লেঃ কর্নেল আলমগীর কবির বলেন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত, এই শুলাম অক্ষুন্ন রাখার জন্য অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে,
যার যার ধর্ম যেন উৎসাহ উদ্দিপনার মাধ্যমে যাতে নির্বিঘ্নে পালন করতে পারে সেজন্য নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি অতীতের ন্যায় মাঠে কাজ করে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ