• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:৩০ পূর্বাহ্ন

খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে সেনাবাহিনী

অনলাইন ভার্সন
অনলাইন ভার্সন
আপডেটঃ : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩

মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার যৌথ খামার মারমা পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ (ব্যাগ,খাতা, কলম,ছাতা) বিতরণ করেছে খাগড়াছড়ি সদর জোন।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ১১.৩০ টার সময় খাগড়াছড়ি জোনের তত্ত্বাবধানে পানছড়ি সাবজোন এর আয়োজনে পানছড়ির যৌথ খামার মারমা পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

এই সময় শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেঃ কর্ণেল আবুল হাসনাত জুয়েল, পিএসসি, জোন কমান্ডার, খাগড়াছড়ি জোন। এছাড়াও উপস্থিত ছিলেন পানছড়ি সাবজোন কমান্ডার মেজর মোঃ জোবায়ের মাহমুদ এবং লেঃ সাদ হোসেন। এইছাড়াও উক্ত অনুষ্ঠানে স্কুলের শিক্ষক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।

জোন কমান্ডার জানান, পাহাড়ে অসহায় মানুষের সেবা এবং গরীব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে খাগড়াছড়ি জোন নিয়মিত শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ