লামা ইয়াংছা জিনামেজু টেকনিক্যাল ইনিস্টিউটের লাইব্রেরী উদ্বোধন কালে এক মতবিনিময় সভায় আলীকদম জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ সাব্বির হাসান পিএসসি বলেন, পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী সকল জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। বুধবার ১১ অক্টোবর জিনামেজু অনাথ আশ্রম পরিদর্শন করেন কর্ণেল সাব্বির। এ সময় স্থানীয় গন্যমান্যদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ২৪ পতাদিক ডিভিশন-৬৯ পদাতিক ব্রিগেড এর সার্বিক পরিকল্পনায় বান্দরবান রিজিয়নের আলীকদম সেনা জোন কর্তৃক শিক্ষা সামগ্রী বিতরণ ও মেডিকেল ক্যাম্পেইন পরিচালনায় এই অঞ্চলের নিরাপত্তায় সন্ত্রাস দমন, জনগোষ্ঠীর শান্তি সম্প্রীতি জীবন মানোন্নয়নে সেনাবাহিনী সুদীর্ঘ কাল ধরে কাজ করে আসছে। একদা পশ্চাৎপদ এই অঞ্চলে দূর্গম দূর্ভেদ্যতাকে জয় করে পাহাড়ি গ্রামগুলোতে স্কুল প্রতিষ্টার মাধ্যমে সেনাবাহিনী নৃ-গোষ্ঠীর সন্তানদের শিক্ষা প্রসারের কাজ শুরু করেন। এর পর যোগাযোগ স্বাস্থ্য সেবা, কর্মসংস্থান সৃষ্টিতে সেনা সহায়তা অব্যাহত থাকে। সকল জনগোষ্ঠীর উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী আলীকদম জোন ইতিবাচক ভূমিকা রেখে চলছে। দেশ ও মানুষের নিরাপত্তার পাশাপাশি সেনাবাহিনী নিরলস থাকতে স্বীয় পরিসরে সেবার ঐতিহ্যের পথে হাটছে। আলীকদম ও লামা আলীকদম সেনা জোন এই এলাকার সাধারণ জনগণ এবং স্থানীয় প্রশাসনকে বিভিন্ন সময় সহায়তা করে আসছে। বিশেষ করে, আলীকদম সেনা জোন কর্তৃক স্থানীয় জনসাধারণকে বিনামুল্যে চিকিৎসা সহায়তা প্রদান এবং শিক্ষা ব্যাবস্থার উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় বনপুর-সাংগু মৌজায়, অবহেলিত ও বঞ্চিত ছাত্র ছাত্রীদের শিক্ষার উন্নয়ন ঘটাতে, আলীকদম জোনের সার্বিক তত্বাবধানে জীনামেজু উচ্চ বিদ্যালয়টি নির্মাণ করা হয়। এদিন প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ দ’শো জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করেন। একই সময় জোন কমান্ডার, ১০৮ জন শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী (স্কুল ব্যাগ, খাতা, কলম) ও খেলার সামগ্রী প্রদান করেন।