মো. দুলাল হোসেন(বাউফল):
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর উদ্যোগে পটুয়াখালী বাউফলে বিশেষ সিএসআর ফান্ডের আওতায় কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি ও পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে। ০৭ অক্টোবর সকাল ১০ ঘটিকায় শাহেদা গফুর ইব্রাহিম জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে কৃষকদের মাঝে ওই কৃষি সামগ্রী বিতরন করা হয়। মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ এস এম ফিরোজ আলমের সভাপতিত্বে উক্ত পাওয়ার টিলার বিতরণ করা হয়। প্রধান অথিতির বক্তব্যে এএসএম ফিরোজ আলম বলেন, প্রধান মন্ত্রীর নির্দেশ কোন পতিত জায়গা যেন খালি না থাকে সেই লক্ষ্যকে সামনে রেখে কৃষকদের উদ্বুদ্ধ করতে আমাদের এই কর্মসূচি চালু রয়েছে। উপজেলার বাউফল ইউনিয়ন, চন্দ্রদ্বীপ, বগা, কাছিপাড়া, কনকদিয়া, কেশবপুর, ধূলিয়া, আদাবাড়িয়া, নওমালা ও সূর্যমনি ইউনিয়নের ৯০ জন কৃষকদের মাঝে ১০টি পাওয়ার টিলার হস্তান্তর করা হয়।
উল্লেখ্য গত ০৩ আগষ্ট উপজেলার মদনপুরা, দাসপাড়া, নাজিরপুর,কালিশুরী, ইউনিয়নের ৪৫ জন কৃষকের মাঝে ০৫টি পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী প্রধান মো. কামরুল ইসলাম চৌধুরী উক্ত বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মার্কেনটাইল ব্যাংকের এগ্রিকালচার ক্রেডিট ডিভিশনের প্রধান ও এফভিপি মোহাম্মদ শরফুজ্জামান খান মার্কেন্টাইল ব্যাংক বরিশাল শাখার প্রধান গোলাম মাওলা, ভোলা শাখার শাখা প্রধান মওদুদ আহমেদ,পটুয়াখালী শাখার শাখা প্রধান মো. মোসলেহ উদ্দিন কালাইয়া শাখার প্রধান মোহাম্মদ আল মামুন কালিশুরী বাজার উপশাখা প্রধান মোঃ আলমগীর হোসেন, পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুফতি সালাউদ্দিন, ডিবিসি চ্যানেলের জেলা প্রতিনিধি মো. মহিবুল্লা, বাউফল প্রেস ক্লাবের সদস্য এম এ বাশার, তৌহিদ উজ্জল, মো. দুলাল হোসেন সাংবাদিক ইয়াকুব আলী রুবেল প্রমূখ। এছাড়াও স্থানীয় সুধীসহ উপকারভোগী কৃষকগণ উপস্থিত ছিলেন।