• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:৩২ পূর্বাহ্ন

বোয়ালখালীতে আনু-কালাম্যার টোকেন বাণিজ্যের নামে চাঁদাবাজি

অনলাইন ভার্সন
অনলাইন ভার্সন
আপডেটঃ : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩

মোঃ শাহারিয়া সুমন-
চট্টগ্রাম বোয়ালখালীতে গ্রাম সিএনজি কাপ্তাই রাস্তার মাথা থেকে কানুনগো পাড়ায় রোডে চলাচলে ট্রাফিক পুলিশ ও দলীয় লোকের মাসোহারা টোকেন বানিজ্য।
বিগত ২০২৩ সাল থেকে বোয়ালখালীর এলাকার হতে নগরীর চান্দগাঁও কাপ্তাই রাস্তার মাথায় গ্যাসের জন্য গ্রাম সিএনজি-ফোর স্টক গাড়ী থেকে তথাকথিত ভূয়া পরিবহন নেতা চাঁদাবাহ আবুল কালাম ও আনু মিয়ার নেতৃত্বে মোরশেদ-জুয়েল কালুরঘাট ব্রীজের পূর্ব পাড়ে ভূয়া সমিতির নামে আস্তাবা গড়ে তুলে। বোয়ালখালীর গ্রাম সিএনজি প্রতিগাড়ীর মাসিক টোকেন ৮০০ টাকা চাঁদা আদায়৷ বোয়ালখালীর গ্রাম সিএনজি গাড়ী গ্যাসের জন্য কালুরঘাটের পশ্চিম পাড়ে গেলে বাধ্যতামুলক ৮০০টাকা টোকেন নিতে হবে৷ বেয়ালখালীতে গ্রাম সিএনজি চলাচল ৫০০০ হাজারের অধিক অনুসন্ধ্যানে জানা গেছে। এদিকে কাপ্তাই রাস্তার মাথায় টোকেন ১০০০টাকা।
আরো জানা গেছে আবুল কালাম এবং আনু মিলে টোকেন বাণিজ্য মাসোহারা টাকা

প্রভাবশালী ব্যাক্তির পকেট অবৈধ টোকেন বানিজ্য টাকা যায় গোপন সুত্রের খবরে জানা যায়। প্রতিমাসে -মোহরা অবৈধ টোকেনের ভাগের টাকা বলে জানা গেছে৷ এদিকে কাপ্তাই রাস্তার মাথায় টোকেন বাজিন্যের গডফাদার বহু মামলার আসামী আবুল হোসেন বোয়ালখালী সহ নিয়ন্রন করে। পুলিশ কে মোটা অংকের টাকা দিয়ে কাপ্তাই রাস্তার মাথায় সড়ক দখল করে টোকেন বানিজ্য রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। আনু-কালাম-মোরশেদ-জুয়েল এরা চাঁদাবাজ হোসেন এর অনুসারী। ভুক্তাভোগী সাধারণ সিএনজি চালকেরা জানান। কাপ্তাই রাস্তার মাথা ও কালুরঘাট পুর্বে পাড়ের মাসিক টোকেন না নিলে মারধর দিয়ে টু মামলা দেন দালাল শাহেদ রানার মাধ্যমে। শাহেদ রানা কাপ্তাই রাস্তার মাথায় মোহরা । দালাল এতে বন্ধুত্ব নজিরহীন। আনু ও কালাম জামায়াতে সংগঠনের নেতা হারুনের অনুসারী, তারা প্রতিমাসে হারুনকে একটি অংকের টাকা দিয়ে থাকে। টোকেন বানিজ্য অত্যাচারে হাজার হাজার সিটনজি গাড়ীর চালকেরা চরম বিপাকে। বোয়ালখালী বক্মের দালালের আড্ডা খানা । চাঁদাবাজদের গ্রেফতার করলে আসল রহস্য বেড়ে হয়ে আসবে৷ তবে তাদের সকল অপকর্ম ধামা চাপা দিতে সরকার দলীয় লোক যোগসুত্র রয়েছে জানা গেছে। কাপ্তাই রাস্তার মাথায় গ্রাম সিএনজি গাড়ীতে টোকেন বানিজ্য শিরোনামে দৈনিক সকালের সময় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। সিএনটিভির অনুসন্ধানে টিমের সাথে
এ বিষয়ে ভুক্তভোগীরা তথ্য দিয়ে সহযোগিতা করেন। ধারাবাহিক প্রতিবেদন বিস্তারীত আসবে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট বোয়ালখালী সিএনজি চালকেরা টোকেন বানিজ্য বন্ধের দাবী জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ