• শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০২:৩০ অপরাহ্ন

মাদক সেবনকারীর হাতে কলেজ শাখা ছাত্রলীগ সভাপতির দায়িত্ব!

অনলাইন ভার্সন
অনলাইন ভার্সন
আপডেটঃ : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

বিশেষ প্রতিনিধি,

 

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের অন্তর্গত আর কে চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের নয় (৯)সদস্যের আংশিক কমিটি গতকাল ২০শে সেপ্টেম্বর ২৩ইং ঘোষণা করা হয়।ঘোষিত কমিটির সভাপতি মোঃ মলিন আকন এর বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ পাওয়া যায় এবং সেই সকল অভিযোগের তথ্য প্রমাণ (ভিডিও) জাতীয় দৈনিক বর্তমান কথা পত্রিকার হাতে রয়েছে। মাদক সেবনের বিষয়ে জানতে মোঃ মলিন আকন এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিবেদককে বলেন আমি এখন ব্যস্ত আছি এই বলে মুঠোফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন। মলিন আকন এর বিষয়ে আর কে চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর সাথে কথা বললে তারা নাম প্রকাশ না করার শর্তে এই প্রতিবেদককে বলেন মলিন আকন গত কিছুদিন আগে আমাদের কলেজে ভর্তি হয়েছে আর ভর্তি হয়েই কলেজ শাখা ছাত্রলীগের সভাপতির পদ বাগিয়ে নিয়েছেন তার আগে মলিন যাত্রাবাড়ী থানা ছাত্রলীগের সহ-সভাপতি দায়িত্বে থাকাকালীন মাদক সেবন-সহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে ছিলেন বলে তারা জানান।অন্যদিকে আর কে চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী আক্ষেপের সুরে বলেন ডিজিটাল বাংলাদেশের রুপকার ও আগামীর স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি শিক্ষাঙ্গনে সন্ত্রাস মাদক ও জঙ্গিবাদ মুক্ত রাখার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন কিন্তু দুঃখের বিষয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া ইতিহাস ঐতিহ্যের ধারক বাহক বাংলাদেশ ছাত্রলীগের মত প্রাচীন সংগঠনে একজন মাদক সেবনকারী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি দায়িত্ব কি করে পায়?অন্য একটি সুত্র জানায় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের বিদায় কমিটির এক প্রভাবশালীনতা ছত্রছায়ায় মলিন আকন বেপরোয়া হয়ে উঠেছে এমনকি আর কে চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি পদ পেতেও ওই নেতার ভূমিকা রয়েছে বলে গুঞ্জন রয়েছে।
(অনুসন্ধান অব্যাহত)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ