দেশের দুঃস্হ অসহায় মানুষদের সেবা “ অসহায় বন্ধুদের শেষ ঠিকানা এর উদ্যোগে বৃদ্ধাশ্রম ও এতিমখানা উদ্ভোধন করা হয়।
(১ সেপ্টেম্বর ২০২৩) ইংরেজি জুমার নামাজের পর বৃদ্ধাশ্রম ও এতিমখানা উদ্ভোধন কার্যক্রম সীতাকুণ্ড টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ শিবপুর এলাকায় অনুষ্ঠিত হয়।উদ্বোধনকালে উপস্হিত ছিলেন অসহায় বন্ধুদের ঠিকানা সভাপতি লায়ন ইন্জিনিয়ার কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, লায়ন গিয়াস উদ্দিন, জমি দাতা সমাজ সেবক হাজী ইউছুফ শাহ,লায়ন মোহাম্মদ শাহজাহান, প্রতিষ্ঠাতা আবু তাহের,মানবিক কর্মী আনসার সরোয়ার উদ্দিন আনোয়ার,বিশ্বজিৎ মজুমদার শিপন,রাফি চৌধুরী,মোহাম্মদ রাজু, মোঃ কাউসার, অসহায় বন্ধুদের ঠিকানা সদস্যবৃন্দ,স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।
উদ্ভোধনকালে সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার কামরুদৌজা বলেন,
দেশে হাজারো অবহেলিত মানুষ রয়েছে যাদের ওয়ারিশ কেহ নেই, তারা নানান রোগে আক্রান্ত হয়ে রাস্তার পাশে,মার্কেটের সামনে,হাট বাজারে খোলা আকাশের নিচে পড়ে থেকে ধুঁকে ধুঁকে মরছে,তাদের সেবাদানে এগিয়ে এসেছে অসহায় বন্ধুদের ঠিকানা প্রতিষ্ঠাতা মানবিক আবু তাহের তাঁরই গড়া উদ্যোগে রাস্তার পাশ থেকে তুলে নিয়ে শত শত অসহায় মানুষদের সেবা দিয়ে এসেছে, তাই স্হায়ীভাবে এই বৃদ্ধাশ্রম ও এতিমখানা খুবই প্রয়োজন ছিল,খুব শিগগিরী কেন্দ্রের নির্মান কাজ সম্পন্ন করা হয়।