লামা উপজেলার প্রস্তাবিত সরই (উপজেলায়) মেসার্স মক্কা অয়েল এন্ড অটোগ্যাস ফুয়েল স্টেশন এর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা প্রচারণা করে প্রতিষ্ঠানটির সুনাম নষ্ট করা হচ্ছে। শনিবার একটি ভিডি ক্লিপে যে দৃশ্য প্রচার করা হয়েছে, সেটি মেসার্স মক্কা অয়েল এন্ড অটোগ্যাস ফুয়েল স্টেশনের নয়। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা ভিডিও ক্লিপটির দৃশ্যাবলী পর্যবেক্ষনে প্রতীয়মান হয়, আসলে এটি ছিলো অন্য কোনো স্থানের। কতিপয় ব্যক্তিদ্বয়ের অন্যায় আবদার রক্ষা করতে না পারায় মূলতঃ উদ্দেশ্য প্রনোদিত হয়ে এই ভিডিও এডিট করে ‘মেসার্স মক্কা অয়েল এন্ড অটোগ্যাস ফুয়েল স্টেশন’ এর বিরুদ্ধে প্রচার করা হয়। রোববার বিকেলে সাংবাদিকরা স্থানীয়দেনর সাথে আলাপকালে এসব তথ্য জানতে পারেন। প্রতিষ্ঠানের প্রোপাইটর মো: তাইফুর রহমান মিশু জানান, কতিপয় অসাধু ব্যবসায়ীর যোগসাজশে এই মিথ্যা প্রচারণাটি করা হয়েছে। এ বিষয়ে কাউকে বিব্রত না হওয়ার জন্য অনুরোধ করেন সে।