ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫

ফটোকপিয়ার মেশিন যেই কারণে কিনবেন


হারুন অর রশিদ রাজিব
১০:২৬ - মঙ্গলবার, অক্টোবর ১, ২০২৪
ফটোকপিয়ার মেশিন যেই কারণে কিনবেন

তোশিবা ফটোকপিয়ার মেশিনটি একটি জাপানিজ ইলেকট্রনিক ব্যান্ড। মূলতপক্ষে উন্নতমানের ইলেকট্রিকস পণ‍্য সরবরাহ করে থাকে এই ব্র‍্যান্ডটি। যদিও আমাদের দেশে জাপানিজ পণ‍্য সচরাচর বেশি জনপ্রিয়। তাই তোশিবার ইলেকট্রনিকসের পণ‍্যগুলো আমাদের দেশে সবচাইতে বেশি জনপ্রিয়। তবে তোশিবা ফটোকপিয়ার মেশিন এতো বেশি জনপ্রিয় হবার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। এবার সে সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাকঃ-

তোশিবা ফটোকপিয়ার মেশিন কেন জনপ্রিয়? 

তোশিবা ফটোকপিয়ার মেশিনের জনপ্রিয়তা সর্বজনীন। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে তোশিবা ফটোকপিয়ার মেশিন জনপ্রিয় এর কিছু প্রধানকিছু কারণ হচ্ছেঃ-  

মাল্টিফাংশনাল ফিচার

তোশিবা ফটোকপিয়ার মেশিনের মধ‍্যে রয়েছে বিশেষ বিশেষ কিছু সুবিধা যেমন সিংগেল ফাংশন, ডুপ্লেক্স ফাংশন, অটো-ডুপ্লেক্স ফাংশন ফটোকপিয়ারের মেশিন। ইউএসবি থেকে সরাসরি প্রিন্ট করা, টোনার সেইভ মোড, একাধিক পেইজে প্রিন্ট দেওয়া এসব ফাংশনগুলো শুধুমাত্র তোশিবা ফটোকপি মেশিনের মধ‍্যেই বিদ‍্যমান থাকে। এছাড়াও এতে রয়েছে প্রিন্টিং ও স্ক‍্যান ফাংশন, ৫৫০ শীট কপিয়ারের ক্ষমতা, ২০ সেকেন্ড পযর্ন্ত ওয়ার্মআপ টাইম, ৪৫ পিপিএম মুদ্রণ গতি, ১২০০×১২০০ ডিপিআই মুদ্রণ রেজ‍্যুলেশন, ডুপ্লেক্সিং, ওয়াইফাই ব‍্যবস্থা, ইউএসবি সাপোর্ট এবং ৬০০×৬০০ স্ক‍্যান রেজ‍্যুলেশন ইত্যাদি। 


উন্নত মানের প্রিন্টিং

সাদা এবং কালো উভয় ধরনের প্রিন্টিংয়ের ক্ষমতা রয়েছে এই মেশিনে। লক প্রিন্টিং স্পীড, রেজ‍্যুলেশন, জুম কোয়ালিটির দিক দিয়েও এই মেশিনটি সবকিছুকে ছাড়িয়ে গেছে। তোশিবা ব্র‍্যান্ডের সবচাইতে জনপ্রিয় কপিয়ারগুলোর মধ‍্যে সাদাকালো কপিয়ারগুলো বেশি উপকারী। এর সাদাকালো কপিয়ারের রেজুলেশন হয়ে থাকে ৪০০×৬০০ ডিপিআই এর কাছাকাছি। আর জুম কোয়ালিটি হয়ে থাকে ২৫-৪০০% এর মতো। 

বাজেট ফ্রেন্ডলি 

বাংলাদেশের বাজারে একটি তোশিবা মেশিনের দাম ৪৫,০০০ থেকে ৪,৬০,০০০ টাকার মতো হয়ে থাকে। ফলে এটি সব ধরনের দোকানের জন‍্যে বেশ মানানসই একটি মেশিন। বাংলাদেশের সেরা সব তোশিবা ফটোকপিয়ার মেশিনের মূল‍্য তালিকা বিডিস্টল এর ওয়েবসাইট থেকে জেনে নিতে পারবেন।    
ওয়াইফাই নেটওয়ার্কিং 

তোশিবা’র নেটওয়ার্ক ব‍্যবস্থা অন‍্য সমস্ত মেশিন থেকে ভালো। এটিতে সাধারণত ওয়াইফাই কানেকশন আছে যাতে আপনি বিভিন্ন ডিভাইস থেকে কানেক্ট করে প্রিন্ট করতে পারেন। 

 

কন্ট্রোল প্যানেল 

এই ফটোকপিয়ার মেশিনের কন্ট্রোল প‍্যানেলের পাশাপাশি অনেকগুলো বোতাম পাওয়া যায় যেটি দিয়ে কপি, প্রিন্ট, স্ক‍্যান ইত্যাদি সকল ফাংশন সিলেক্ট এবং পরিমাণ নির্ধারণ করা যায়। 

 কালার প্রিন্টিং ফিচার

কালার তোশিবা ফটোকপিয়ারের দাম অন‍্যান‍্য মেশিনের তুলনায় কম হলেও এটির কোয়ালিটি বেশ ভালো। তোশিবার কালার কোয়ালিটিও বেশ ভালো হয়ে থাকে। এটির গতি ২১ পি.পি.এম/সি.পি.এম এর মতো হয়ে থাকে। এছাড়াও এতে থাকে বিল্ট ইন কালার প্রিন্ট এবং স্ক‍্যান করার ফিচার। তোশিবার একমাত্র রঙিন ফটোকপিয়ার হচ্ছে ই-স্টুডিও ২১১০ এসি যা একটি বিজনেস সিরিজের মাল্টিফাংশন ফটোকপিয়ার। 

 

তোশিবার কপিয়ার মেশিনে সর্বশেষ মডেল কোনটি? 

তোশিবা ফটকপি মেশিনের সর্বোশেষ মডেল হচ্ছে Toshiba e-Studio 2323AMW ফটোকপি মেশিন ও Toshiba 2823AMW ফটোকপি মেশিন। তবে দামের দিক থেকে দুটি মেশিনের অনেক বড় পার্থক্য রয়েছে। এর মধ্যে Toshiba e-Studio 2323AMW ডুপ্লেক্স ফটোকপি মেশিনের দাম কম হওয়ায় চাহিদা অনেক বেড়েছে। 

 ফটোকপিয়ার মেশিন যেই কারণে কিনবেন

মন্তব‍্য

তোশিবা ফটোকপিয়ার মেশিন এখনো পযর্ন্ত সারাবিশ্বের এক নাম্বার ব্র‍্যান্ডে রয়েছে। উন্নতমানের যন্ত্রাংশ এবং দুর্দান্ত পার্ফম‍্যান্স দিয়ে এটি এখনো পযর্ন্ত বাংলাদেশের বাজারে সবচাইতে বিক্রি হওয়া মেশিনের একটি। অন‍্যান‍্য ব্র‍্যান্ডের তুলনায় তোশিবা অনেক বেশি জনপ্রিয়। তাই আমি বলবো আপনার ফটোকপিয়ারের ব‍্যবসাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে চাইলে এই মেশিনটি হতে পারে আপনার একমাত্র ট্রাম কার্ড এবং হাতিয়ার।