দিনাজপুরে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে দুই শতাধিক বাড়ি লণ্ডভণ্ড হয়েছে। অনেকগুলো ঘরবাড়ির টিনের চালা উড়ে গেছে, গাছ ও ডালপালা ভেঙে পড়েছে।
বন্ধ রয়েছে বৈদ্যুতিক সংযোগ। ঝড়ের কবলে পড়ে দিনাজপুর সরকারি কলেজে দায়িত্বরত দুজন নৈশপ্রহরী আহত হয়েছেন।
গাছ ভেঙে পড়ায় বুধবার রাত থেকে দিনাজপুর-রংপুর মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। বুধবার (২৯ মে) দিবাগত রাত ১২টায় কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে দিনাজপুর। কয়েক দফায় রাত ৩টা পর্যন্ত কালবৈখাখীর তাণ্ডব চলে।
কালবৈশাখী ঝড়ে কয়েকটি এলাকার দুই শতাধিক বাড়ি লণ্ডভণ্ড হয়েছে। উড়ে গেছে টিনে চালাসহ ঘরে জিনিসপত্র। ছিড়ে পড়েছে বহু বিদ্যুতে তার। পাশাপাশি বহু গাছপালা ভেঙ্গে পড়েছে৷ এতে রাত থেকে দিনাজপুর-রংপুর মহাসড়কের যান চলাচল বন্ধ রয়েছে। কালবৈশাখীর কবলে পড়ে বেশ কয়েকজন আহত হয়েছেন।
রাত ৩টার পর দিনাজপুরের জেলা প্রশাসক শাকিল আহমেদ ও পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার ঘোষণা দেন জেলা প্রশাসক।