• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
রোহিঙ্গা গণহত্যা মামলায় সহযোগিতার জন্য ওআইসি সদস্যদের প্রতি আহবান পররাষ্ট্রমন্ত্রীর উপজেলা নির্বাচনে কৌশল বদল আওয়ামী লীগের তেলের দাম বাড়াল সৌদি আরব মিল্টনের আশ্রমে থাকা ব্যক্তিদের দায়িত্ব দেয়া হয়েছে শামসুল হক ফাউন্ডেশনকে: হারুন অর্থ-বাণিজ্য — টাঙ্গাইল শাড়ি নিয়ে ভারতে আইনি লড়াইয়ে বাংলাদেশ উপর থেকে নিচ পর্যন্ত সবাইকে ম্যানেজ করেই নকল এসি বাজারজাত করছিঃ আবুল সাংবাদিক অহিদ উদ্দিন মুকুলের বাবার ৩০তম মৃত্যু বার্ষিকী পালিত সরকারের ব্যর্থতা ধরিয়ে দিন, সাংবাদিকদের তথ্য প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী (অব) এর হাত থেকে সনদপত্র গ্রহণ করেন তুহিন গণপূর্তের নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামান চুন্নু’র অনিয়ম-দূর্নীতি দেখার কেউ নাই (পর্ব-২)

টিকটক এবং ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসব (ডিআইএমএফএফ) এর পার্টনারশিপের মাধ্যমে শুরু হতে যাচ্ছে চলচ্চিত্র নির্মাণ প্রতিযোগিতা।

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য টিকটক এবার আয়োজন করলো চলচ্চিত্র নির্মাণ প্রতিযোগিতার

অনলাইন ভার্সন
অনলাইন ভার্সন
আপডেটঃ : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩

টিকটক এবং ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসব এর উদ্যোগে চলচ্চিত্র নির্মাণ প্রতিযোগিতা

টিকটক এবং ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসব (ডিআইএমএফএফ) এর পার্টনারশিপের মাধ্যমে শুরু হতে যাচ্ছে চলচ্চিত্র নির্মাণ প্রতিযোগিতা। যেখানে চলচ্চিত্র নির্মাণের জন্য জনপ্রিয় প্ল্যাটফর্ম টিকটক চালু করেছে এর নতুন ক্যাম্পেইন #ক্রিয়েটঅনটিকটক।

অন্যদিকে, এই প্রতিযোগিতাটির আয়োজনে রয়েছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)।

মূলত মোবাইল ডিভাইস থেকে সরাসরি স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাণ করার জন্য এমন ভিন্নধর্মী প্রতিযোগিতার আয়োজন। যার মধ্য দিয়ে চলচ্চিত্র নির্মাণে সুযোগ পাবে কনটেন্ট ক্রিয়েটররা। ১ নভেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত #ক্রিয়েটঅনটিকটক ক্যাম্পেইনটি চলমান থাকবে। গল্প (স্টোরি), চিত্রনাট্য (স্ক্রিপ্ট) এবং সম্পাদনা (এডিটিং)-মোট এই তিনটি বিভাগে অংশগ্রহণকারীরা তাদের কাজ তুলে ধরার সুযোগ পাবে। এই প্রতিযোগিতায় জমা দেওয়া শীর্ষ ৪০টি ভিডিও মূল্যায়ন করা হবে। এতে বিচারক হিসেবে থাকবে ইউল্যাব দ্বারা নির্বাচিত পেশাদার বিচারকদের একটি প্যানেল।সেরা ভিডিওটির জন্য ভোট দিতে টিকটক প্ল্যাটফর্মে থাকবে এক্সক্লুসিভ ভোটিং অপশন।

এছাড়া, ডিআইএমএফএফ এবং সিনেপ্লেক্সের টিকটক প্রোফাইলে প্রদর্শন করা হবে শর্টলিস্ট করা ভিডিওগুলো। ইতিমধ্যেই ইন-অ্যাপ ভোটিং সুবিধার জন্য ইউল্যাবের অফিসিয়াল টিকটক প্রোফাইলের জন্য কাজ চলছে। যেখানে ব্যবহার করা হয়েছে ডেডিকেটেড ক্যাম্পেইন মাইক্রোসাইট।

আজ থেকে আনুষ্ঠানিকভাবে ইন—অ্যাপটি চালু করা হবে। এতে নোটিফিকেশনের মাধ্যমে টিকটক ব্যবহারকারীরা প্রতিযোগিতার আপডেট সম্পর্কে জানতে পারবে। পরবর্তীতে ভিডিও যাচাই—বাছাইয়ের মাধ্যমে বিজয়ীরা নির্বাচিত হবে। ডিসেম্বর মাসের শেষ দিকে এই বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

এছাড়া, ইউল্যাবের সাথে ডিআইএমএফএফ এর এই যৌথ উদ্যোগটি ইউল্যাবে মিডিয়া স্টাডিজের স্নাতক শিক্ষার্থীদের জন্য একটি সুযোগ। যেখানে তারা মোবাইল ফোনেই টিকটকের টুলস দিয়ে বানাতে পারবে ভার্টিকাল ভিডিও। এছাড়াও ভিডিও এডিটিংয়ের উপর টিকটক টিম একটি কর্মশালাও চালু করবে। এতে অংশগ্রহণকারীরা জানতে পারবে ক্যাপকাট প্ল্যাটফর্ম সম্পর্কে।

টিকটকের দক্ষিণ এশিয়া অঞ্চলের হেড অব কনটেন্ট অপারেশন, পূজা দত্ত বলেন, “টিকটকে, আমরা বিশ্বাস করি সৃজনশীলতার শক্তিতে। সৃষ্টিশীল কাজে প্রযুক্তির সঠিক ব্যবহারে আমরা বিশ্বাসী। ডিআইএমএফএফ এবং ইউল্যাবের সহযোগিতায় #ক্রিয়েটঅনটিকটক উদ্যোগটি সেটিরই প্রমাণ। গল্প বলার ক্ষেত্রে আমরা একসাথে একটি নতুন পথ তৈরি করতে পেরেছি যেখানে নির্মাতারা তাদের ভাবনাগুলো তুলে ধরতে পারবে।”

ডিআইএমএফএফ এর উপদেষ্টা, সৈয়দা সাদিয়া মেহজাবিন বলেন, “মোবাইল ফিল্ম নির্মাণ শুধুমাত্র একটি প্রবণতা নয়; এটি গল্প বলার ক্ষেত্রে একটি সর্বজনীন উপায়। #ক্রিয়েটঅনটিকটক উদ্যোগের মাধ্যমে টিকটকের সাথে আমাদের পার্টনারশিপ পরবর্তী প্রজন্মের চলচ্চিত্র নির্মাতাদের জন্য একটি জায়গা করে দিবে। একাডেমিক এবং ডিজিটাল জগতের মধ্যে আমরা সেতুবন্ধন করতে চাই। এই প্রতিযোগিতার মাধ্যমে অসংখ্য গল্প তুলে ধরতে পেরে আমরা আনন্দিত।”

প্রতিযোগিতায় ভিডিও জমা দেওয়ার নির্দেশনা, সকল সময়সীমা সহ #ক্রিয়েটঅনটিকটক ক্যাম্পেইনটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন টিকটকের অফিসিয়াল মাইক্রোসাইট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

You cannot copy content of this page

You cannot copy content of this page